তুমি কি আর হাঁটবেনা কুয়াশা ভেজা ঐ শীত প্রাতে,
জীবনকে তবে বুঝাবো বলো কেমন করে কার সাথে?
কার সাথে দেখবো বলো শেষ বিকেলে পত্র পতন
ধূসর হওয়া স্মৃতিগুলো পারলে তুমি করো যতন।
এই হেমন্ত ,সবকি ভ্রান্ত আটকে আছে হৃদয় নীড়ে,
শেষ পাতাটিও ধীরে ধীরে বৃক্ষটিকে যায় ছেড়ে।
লুকানো আদর, পরশ পাথর দুঃখ হয়ে বুকে ঘুমায়
শেষ পাতাটি ছেড়েছে যেমন,তুমিও কি ছাড়বে আমায়।
( অনেকদিন পর,ছবি সহ লেখাটি একজন টেক্সট করে পাঠালো)
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৩