বয়স যখন সাত মাস তখন সাফল্য হলো নিজে নিজে বসতে পারা।
বয়স যখন এক থেকে দু বছর তখন সাফল্য হলো নিজে নিজে দাঁড়িয়ে হাঁটতে পারা।
বয়স যখন চার বছর তখন সাফল্য হলো নিজের বিছানাটা না ভেজানো।
বয়স যখন পাঁচ তখন সাফল্য হলো আশেপাশের মানুষগুলো চিনতে পারা।
বয়স যখন আট তখন সাফল্য হলো নিজে নিজে লেখা আর পড়তে পারা।
বয়স যখন বারো তখন সাফল্য হলো আশেপাশে কিছু বন্ধু বান্ধব থাকা।
বয়স যখন পঁচিশ তখন সাফল্য হলো কাউকে ভালোবাসতে পারা।
বয়স যখন পয়ত্রিশ তখন সাফল্য হলো পকেট ভর্তি টাকা থাকা।
বয়স যখন পণ্চাশ তখন সাফল্য হলো পকেট ভর্তি টাকা থাকা।
বয়স যখন ষাট তখন সাফল্য হলো কাউকে ভালোবাসতে পারা।
বয়স যখন বাহাত্তর তখন সাফল্য হলো আশেপাশে কিছু বন্ধু বান্ধব থাকা।
বয়স যখন পচাত্তর তখন সাফল্য হলো নিজে নিজে লেখা আর পড়তে পারা।
বয়স যখন সাতাত্তর তখন সাফল্য হলো আশেপাশের মানুষগুলো চিনতে পারা।
বয়স যখন আশি তখন সাফল্য হলো নিজের বিছানাটা না ভেজানো।
বয়স যখন একাশি তখন সাফল্য হলো নিজে নিজে দাঁড়িয়ে হাঁটতে পারা।
বয়স যখন সাতাশি তখন সাফল্য হলো শোয়া থেকে নিজে নিজে বসতে পারা।
এই সফলতা নিয়ে মানুষ তোমার এতোই অহঙ্কার।
একবারো কি ভাবছো কভু এই তুমি আসলেই কার?
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ রাত ৩:৪৭