তুমি কথা বলোনি বলে সারা রাত ঘুমাতে পারিনি।
৬৮১ লাইকস।
এর পর নীচের গল্পটিঃ
একজন স্বার্থপর ঈশ্বর
সূর্যের শেষ আলো নিভে গেছে। ঋষি দেখেন সময় আর বেশী নেই।চারদিকে অন্ধকারে জলের কোলাহল।জল বাড়ছে। নদীর জল ফুসে ওঠছে ক্রমশ। একটানা চৌদ্দদিন আলো দেয়ার পর চাঁদও যেন ক্লান্ত হতে শুরু করেছে।শান্তির নিস্তবদ্ধতার ভিতর শুধু জলের শোঁ শোঁ আওয়াজ। আর মাঝে মাঝে বিকট শব্দে মেঘের গর্জন আর হৃদয় কাঁপানো বিজলীর চমক।
মুনি চিন্তা করেন সেতুর পাশেই বৃদ্ধা মায়ের কুড়েঘর বুঝি এবার সত্যি জলে ভেসে গেলো। ওগ...ো দয়াময় ঈশ্বর মা ভালো আছেন তো? তোমার সাহায্যের হাত বাড়িয়ে দাও প্রভু।
ঋষি শ্রষ্টার তপস্যা শেষ করে দ্রুত সেতুর দিকে হাঁটেন।নড়বড়ে সেতু প্রবল জলস্রোতে যেকোনো সময় তলিয়ে যেতে পারে।ওপারে প্রিয়তমা বৃদ্ধা মা না জানি এখন কেমন আছেন?
ঋষি সেতুর ওপর ওঠেন। সেতু কাঁপছে।ঋষির পা কাঁপছে। জল বাড়ছে। ঋষি পরমভক্তিতে ঈশ্বরকে ডাকেন। দেখেন সেতুর ওপাশে দাঁড়িয়ে ঈশ্বরহাসছেন।মিটিমিটি হাসছেন। ঋষি ঈশ্বরের ওপর দারুন খুশী হন। ঈশ্বরযে ডাকে সাড়া দিয়েছেন। এখন নিশ্চয় হাত বাড়িয়ে এগিয়ে আসবেন।
ঋষি ঈশ্বরের দিকে হাত বাড়িয়ে দেন। কিন্তু ঈশ্বর যে দাঁড়িয়েই আছেন।সাধকের আহবানে কোনো সাড়া নেই। কোন ভ্রুক্ষেপ নেই।
সেতু ভীষন কাঁপছে। যেকোনো সময় যে অঘটন ঘটে যেতে পারে। ঋষির প্রচন্ড অভিমান হয়। দুঃখ হয়। এ কেমন বোবা ঈশ্বর। এতোদিন তবে আমি কার তপস্যা করে জীবন রীতির ক্ষয় হলাম। এ কেমন ঈশ্বর যিনি বিপদ চোখ মুদে থাকেন। দেখেও না দেখার ভান করেন।
একজন সাধারণ মানুষওতো এরকম বিপদে সামনে এগিয়ে এসে দুহাত বাড়িয়ে দিবে। এমন নিদারুন ঘনগোর বিপদে কে সামনে এগিয়ে না এসে শুধু দাঁড়িয়ে থেকে মিটিমিটি হাসতে পারে। ঈশ্বর কি তবে উম্মাদ! ঈশ্বরকি তবে খুব স্বার্থপর। শুধু পুজো নিতে জানেন, কিন্তু বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন না।
ঋষি নিদারুন শঙকায় আর উৎকন্টায় সেতুর ওপারে পৌঁছেন।খুব ব্যথিত হন। বিচারের কাঠগড়ায় ঈশ্বরকে দাঁড় করাবার জন্য মনে মনে প্রস্তুতি নেন।
তারপর ঋষি সেতুর শেষপ্রান্তে পা রেখে অবাক বিস্ময়ে দেখেন ঈশ্বর এক হাতে সেতুটি প্রবলভাবে আঁকড়ে ধরে রেখেছেন যাতে জলস্রোতে সেতুটি ভেসে না যায়,আর নীচে আরেক হাতে বৃদ্ধা মায়ের কুড়ে ঘরের ওপর হাত দিয়ে রেখেছেন যাতে বিজলিতে ছোট ঘরখানা পুড়ে না যায়।
৩০ লাইকস।
মোরালঃ
সুন্দরী, রুপসীর মুখ নিঃসৃত এক লাইন লালা
একটা চমৎকার ছোট গল্পের চেয়েও অনেক বেশী ভালা।