
হৃদয়ের সুবিশাল আকাশ যখন ভালোবাসার নীলিমায়
ভিজেছিলো চন্দ্রিমার জলজোছনায়
।সমস্ত আকাশের চোখ শুধু
থাকিয়ে ছিলো তখন তোমার মনের জানালায়।
সেই আকাশের অজস্র তারায়,
যখন রাতভর প্রেম বাড়ে বেদনায়-
আলো জলমল তখন বাতাসে আকাশে পরাগ শশী
কে যেন শুধু বলে তখন ভালোবাসি, ভালোবাসি।
আমার দুচোখ তখন কোনো আকাশ নয়,
আমার হৃদয় তখন কোনো চন্দ্রিমা নয়,
আমার মন তখন কোনো জলজোছনা নয়
শুধু খুঁজিছি নিরবধি আপামরের ভালোবাসায়
রক্ত মিশা ধূসর হৃদয়ের মনপ্রেয়সী তোমায়।
অসীম স্বর্গ পানেও নাহি চাহি কিছু, শুধু যাতনা
বুকের সংগোপনে আছে এক নিবিড় প্রেমময় কামনা
শুধু হৃদয়ের গভীরের সমস্ত শক্তি ও প্রেমে হে প্রেয়সি
তোমায় অনাবিল চিত্তে বড় ভালোবাসি ভালোবাসি।
৩১ শে ডিসেম্বর ২০১০।
আটলান্টা, জর্জিয়া।