তোমার দু-চোখ ভরা একটি আকাশ, একটি দিগন্ত
এ পৃথিবী এখনো অতোখানি ছোট হয়ে যায়নি বালিকা!
মায়াজালে মোহ কেটে দোষ দিওনা তোমাতে।
অকপট সচেতনে একটিবার চেয়ে দ্যাখো,
এখানেই শেষ হয়ে যায়নি পৃথিবী!
মায়াবতী, চোখ মেলো, দুহাতে নিজেকে জড়িয়ে
মেলে ধরো অবাধ্য বৈরী বাতাসে।
বোশেখী বৃষ্টি জমে শেওলা ধরা ভিজে চোখ
হারাতে দাও আকাশে... আকাশে।
পাঁজরে লেগে থাকা ছোপ ছোপ গোপন ব্যথাগুলো
ছুঁয়ে... বাকিটুকু পড়ুন
