আমার বিষণ্ণ হৃদয়ের সবটুকু প্রেম
ঢেলে দিয়েছি কবিতার ঠোঁটে;
কবি দের ব্লগে আমার বিচরণ নেই বললেই চলে। তবু ও গল্পকার হিসেবে তার ব্লগে প্রথম যাওয়া। গল্পের বুনন শৈলীতে আমার মত নিরস মানুষ ও হয়েছি মুগ্ধ।
এর পরে খুব সাধারণ। ভাই বেরদারদের দলে প্রথম দেখা হয় বগুড়ার ত্রাণ দিতে গিয়ে। তখনই পরিচিত হলাম, কবি-গল্পকারের পেছনের চমৎকার একজন মানুষের সাথে। শান্ত শিষ্ট ছেলে।
চমৎকার কবিতা আবৃত্তি করেন কথার ছলে।
সাহিত্তের জানা অজানা নানা গল্প শুনেছি তার মুখে।
সর্ব ক্ষেত্রে ইতিবাচক মনের দারুন একজন মানুষ
প্রিয় ব্লগার ডি মুন ।
খুব কম সময়েই জয় করে নিয়েছেন অনেক পাঠকের মন।
আজ ব্লগের সেই সুপ্রতিষ্ঠিত কবি ও গল্পকার ব্লগার ডি মুনকে জন্মদিন।
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় ডি মুন ভাই
অনেক অনেক কাল বেঁচে থাকুন আমাদের মাঝে।
অনেক বড় সাহিত্যিক হোন।