বৃষ্টির দিনে হুমায়ন আহমেদ পড়ার মজা টা একটু আলাদা। পড়তে পড়তে হঠাত মনে হয়ে গেল, প্রকৃতি নাকি প্রত্যেক মানুষ ৭ টি করে বানায়। নাই কাজ তো খই ভাঁজ। আমি ও নিছক খই ভাজার তাগিদে কিছু বিখ্যাত দের মেলায় হারান ভাই বা বোন দের খুঁজে বের করার চেষ্টা চালালাম।
দেখা যাক, কত টুকু সফল।

কিছুদিন আগে বাংলাদেশ ক্যাবল টিভি ফোরাম নামে একটি সংগঠন জরিপ চালিয়ে দেখেছে, বাংলাদেশের শতকরা ৭০ ভাগ দর্শক বিদেশী চ্যানেল দেখেন। তাই আশা করছি, কারও চিনতে অসুবিধা হবে না।

ইহা নিতান্ত ফান পোস্ট। রাজনীতি টানিয়া আনিয়া পোস্টের শ্রী হানি করিয়া মনে আঘাত না দেওয়ার আহবান জানাই :!>
যারা মাশ আল্লাহ স্বাস্থ্য সচেতন, তাদের অন্যতম অনুপ্রেরণা।

ইনি সম্ভবত নিজের অতীত কে দেখছেন, কিন্তু অতীতে তিনি এমন ছিলেন না, এত ছোট হয়ে গেলেন কিভাবে?

ইনারা পিতার নাম ভাঙ্গিয়ে আসলে ও কারও কারও কাছে জনপ্রিয়।

আরে ইনি কে?

এত হিরোর মাঝে হিরোইন বাদ গেলে চলে কিভাবে?

নারী থাকলে লুচ্চা লাফাঙ্গা থাকবেই। তবে অনেকের প্রিয় লুচ্চা ইনি আবার। অনেক কসরত জানেন কিনা

সকাল বিকাল আমরা দাদাদের পণ্য বর্জন করি। ভুলেই গেছি বিকাল হয়ে গেছে। দাদারা বাদ। এবার ম্যারিকান :!> রুই কাতলা দেখে আসি।

উনাকে চেনা যায়?


ইনি আমার সাংঘাতিক ফ্যান।

কম বয়স্ক আপুদের চোখের মনি। যার জন্য এত ঝগড়া। নেন দুই পিস দিলাম।

যাক গে, বুশ এবং বারেক সাহেব পোস্ট দেখে খুশি হয়েছেন, এতেই বিপদের আশঙ্কা কেটে গেল।

অনেক দিন পর ব্লগে আসা। তাই শুধু মজা হিসেবে পোস্ট টা নিলাম। আশা করছি, কেও অন্য ভাবে নেবেন না। কিছু বা অনেক গুলোই আগে দেখে থাকতে পারেন। তাদের জন্য দুঃখিত। তারা এই হাভার্ডের ভদ্র লোকের গীটার বাজান শুনুন। মনে ভাল হয়ে যাবে ৯৯.৯৯ ভাগ সম্ভাবনা।

তাও না লাগলে, অন্য কোন দিন হয়ত মন ভাল করার চেষ্টা করব।

কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।


সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৮