আহত সময়ের কতশত বাঁধা নিয়ে
তুমি কাছে আসো আমার বিজয়
আগ্রাসী দাঁতের দংশনে বিষাক্ত যখন দেশ
ফুলে ফেপে ওঠে সর্পের বিষে।
আমার সোনার দেশে ভরেছে
ভিনদেশী প্রতারণার ধ্বংসে
নেশায় উন্মত্ত আমাদের যুবকেরা
মায়ের প্রাণসঞ্চারী ঔষধের পয়সার বিনিময়ে।
শিশুর ভয়ার্ত চিৎকার চাপা পরে
মাতাল ও নর্তকির নগ্নোৎসবে
নারীর নির্লজ্জতাকে রূপ দেয়া হয় শিল্পে
ভোগের পণ্য নারী সুইসাইড করে গভীর আঁধারে।
এমন বেদনার ক্ষণে তুমি আমার বিজয়
মুখ ভার করে থাকো কথা বলবেনা বলে
এখনও ক’টা টাকার বিনিময়ে গুম খুন হয় এ দেশে
রাজসাক্ষীও জবানবন্দী তৈরিতে ব্যস্ত রাতের শেষ প্রহরে।
মিথ্যা প্রপোগন্ডার চর্চা দখল করেছে বিদ্যা চর্চাকে
মেধা যাচাই করা হয় টাকার মূল্যমানে
সৎ, জ্ঞানী, বুদ্ধিমান বুদ্ধিজীবি আজও অসহায়
আঁধারে আটকে আছে হিরামন পাখি খাঁচাতে।
তুমি আমার শানিত কলম থেকে দূরে দাঁড়িয়ে
আমার বিজয় তুমি আমাকে ক্ষমা করো
সূর্য সন্তানেরা যে তোমাকে দিয়ে গেল মায়ের কোলে
রক্ষার জন্য শুধু প্রাণপণ চেষ্টায় মগ্ন আমি।
ভালবাসার বিজয় থাকো আমার ধ্যাণে
তোমায় আরো চৌকস আর বুদ্ধিদীপ্ত রূপে
স্বার্থপরের ষড়যন্ত্র থেকে দূরে রেখে
আলোকিত অস্তিত্বে বাঁচিয়ে রাখব তুমি দেখ।
তানিয়া
১৬/১২/২০১৫ইং