(১)
আঁধারে বিলিন হয়ে যাওয়া নর যেন
আবির্ভূত হয়েছে সম্মুখে,
ইচ্ছে বা অনিচ্ছায় কষাঘাত করি তাকে,
নিজের কায়াতেই জেগে উঠে যে ছাপ,
রক্ত অশ্রু ঝড়ে পরে তাই দু চোখে।
(২)
কায়া! তুমি আমার নর কে দেখেছো ?
চুপি চুপি এসেছিল যে,
নিজেকে সুধরে নিতে প্রতিজ্ঞা করেনি বলে,
আমি তাকে তাড়িয়ে দিয়েছি।
মরুর বুকে তুফান তুলেছি,
বালুর অতলে কবর রচিত হয়েছে,
বিষাক্ত কাকড়া বিছাটির।
(৩)
যারে ভালবেসে ফিরিয়ে দিয়েছি,
হীরক-স্বর্ণখনি আর অচেনা গুপ্তধন।
সব তুচ্ছ করে আজ মোরা ....
গোধুলির মাঝেতে অচেনা ও দুর্জন?
চাঁদের আলোয় নির্ণিত মুখ
জানি ভালবাস কত তারে।
চাঁদের নিরাবতায় ভুল বুঝোনি তো না ?
জোৎস্নালোকিত খেয়া পারাপারে।
(৪)
দক্ষিনা বাতাসে বয়ে যায়
ফুলেদের মৌ ঘ্রাণ,
পশ্চিমের বাতাসে খবরে এসেছে
কবে ঝড়ের আগমন।
ওদের কাছে জেনে নিয়ে তুমি
পথ চিনে নিও যেথা অনন্ত ভূমি।
আগামীর পথে ফিরে এসো সখা.....
অপেক্ষায় আছে নক্ষত্র বিথীকা।
তানিয়া হাসান খান
সময়:১:৫৫মি.
তারিখ:১৮/০৬/২০১৩ইং