চলো আজ...
আবার জন্ম নেই নতুন করে।
আমরা যে যেমন আছি,
হয়ত ভাল অথবা মন্দ,
মতামতের শত দন্দ,
পুশে রেখে বেদনা ও আনন্দ।
আছে তো পিপাসু মন এক যেথা
অবিরত লুকায়িত শান্তির খোঁজ।
আমরা হতে পারি নানা রঙের,
জাতি- ধর্ম-ভাষার,
কিন্তু হয়েছি অসীম নীলের।
আমাদের মানবতা বোধ আছে,
পরিপূর্ণ হই সমগ্রে।
আমাদের বোধআছে, জ্ঞান আছে,
আছে পাপ বোধ একত্রে।
শুধু নেই
ফিরে দেখার সময়,
নিজেকে দেখার সময়।
আমরা চলেছি নিষিদ্ধ শত নিয়মে ,
যখন কথা ছিল---
নিয়মের পথে হেটে পাড় হব বন্ধুর পথ।
হাতে রেখে হাত, মন রেখে মনে,
প্রভূর দেয়া দায়িত্বটুকু সাথে করে....
বজ্রকন্ঠে শয়তানকে করে দেব রোধ।
পাপী বলে কেউ নেই...
ভুলে ভরা পথে হেটেছে যে...
তাকেও সাথে নেব আজ।
আমরা শত্রুতা করি
শয়তানের সাথে..
নিত্য ধোঁকার পুঁজিতে করে যে বিরাজ।
যেদিন ভুলে ভরা মনগুলি..
সত্যকে মেনে নিয়ে এক হবে।
সব মানুষের জীবন ..
একই আকাশের নীচে সুনিয়ন্ত্রিত হবে।
আমরা জন্ম নেব নতুন করে,
স্নিগ্ধ কোন সকালের রোদে ভরে।
আমরা রেখে যাব শান্তির পথ আজন্ম,
যার সুরভির প্রবাহ গড়বে নতুন প্রজন্ম।
তানিয়া হাসান খান
সময়: ৯:৫৮ মি. (রাত্রি)
তারিখ:৫/৪/১৩ ইং
উৎসর্গ: এই কবিতাটি আমার প্রিয় ছোট ভাই রাহাত কে উৎসর্গ করা হল। আজকে তার জন্মদিন। তার জন্মদিনে আমার পক্ষ থেকে এই ছোট উপহার। অনেক অনেক শুভকামনা নিও।