ভালবেসেছিলাম তাকে একদিন...
সুখের ঘর বাঁধার স্বপ্নে মন ছিল রঙিন ।
এক চোখে ছিল প্রেম অন্য চোখে ভয় ,
ভয়কে পিছনে ফেলে প্রেমের হয় জয় ।
বিশ্বাসের উপর চড়ে প্রেম করে সওয়ার ,
শুধু জানি অচিনপুরে মোদের সংসার ।
কে জানতো বিশ্বাসের মাঝে থাকে ফাঁদ ?
ভেবেছিলাম প্রেম শুধুই নিপুন ও নিখাদ !
এক পলকে বদলে গেল ভালবাসার রং ,
একপাশে ভালবাসা অন্যপাশে ঢং ।
লজ্জাবতী হৃদয়টা আজ লুকিয়ে যেতে চায় ,
মরিচিকা চিনতে পারে, ডুকরে কেঁদে যায় ।
সত্য ও বিশুদ্ধ প্রেমের নেই পরাজয় ,
মুল্যহীন যদি ভাবে কেউ কি এসে যায় ?
ভালবাসা বদল হয়ে ঘৃণাতে রূপ নেয়,
দাগটানা মন মাতম তোলে নীল বেদনায় ।
প্রতারনার জ্বালা আমার দু’চোখ বেয়ে ঝড়ে,
আখি কাঁদে ,হৃদয় কাঁদে, মনটা ব্যথায় ভরে ।
স্বরণ তাকে করি আমি নিত্য ঘৃণা চিরে,
তারই মাঝে ভালবাসাও সহসা উঁকি মারে ।
তবু প্রেম আজও কেন বেঁচে আছে ?
প্রশ্ন করি নিজকে আমি, উত্তর নেই কাছে।
অচেনা প্রেম বুঝি মোর অবুঝ ও পিয়াসী ,
অতঃপর তাই আমি তাকে ভালবাসি ।
তানিয়া হাসান খান
৩০.১২.১১ ইং