গত কয়েকদিন আগে মিরপুর এগারো লালমাটিয়া-বাউনিয়ানিয়াবাধঁ এলাকার দিকে কোন এক কাজে গিয়েছিলাম। ফিরার সময় খেয়াল রাস্তার দু’পাশে মোবাইল বিক্রি হচ্ছে, কম দামে অনেক ভালো ভালো মোবাইল পাওয়া যাচ্ছে। অনেক মানুষ সেখান থেকে কম দামে দুই-তিনটা করে মোবাইল কিনে নিয়ে যাচ্ছে। বুঝতে বাকী রইলোনা যে, এগুলো চোরাই তথা চুরি করে আনা মোবাইল। শুধু মিরপুর এগারোই নয়; রাজধানী ঢাকার গুলিস্তান, যাত্রাবাড়ী, সদরঘাট সহ অনেক জায়গায় মোবাইল থেকে নিয়ে জুতা পর্যন্ত এরকম চোরাই পণ্য দেদারছে বিক্রি হচ্ছে। আর আমরা সেখান থেকে কম দামে তা কিনে নিয়ে আসছি!! অথচ আমরা একবারো কি বিবেককে প্রশ্ন করছি, এভাবে জেনেশুনে চোরাই পণ্য ক্রয় করা শরীয়ত সম্মত হচ্ছে কিনা?
এভাবে জেনেশুনে চোরাই পণ্য ক্রয় করে আমরা মূলত চোরদেরকেই সহায়তা করছি, অথচ মহান আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনে আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিচ্ছেন যে, তোমরা পরস্পর নেক ও তাকওয়ার কাজে একে আপরকে সাহায্য-সহযোগিতা করো, সাবধান! অন্যায় ও গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করবেনা।
এমনিভাবে হাদীসে পাকে রাসুলুল্লাহ সা. এরশাদ করেন, যে ব্যক্তি জেনেশুনে চুরি করা পণ্য ক্রয় করলো, সে যেনো অন্যায়কেই প্রশ্রয় দিলো।
তাই আমাদেরকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আল্লাহ তায়ালা আমাদেরকে বুঝার ও আমল করার তাওফিক দান করুন। আমীন।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪