দ্বীনের প্রতিটি অঙ্গনে নারীর প্রতিযোগিতামূলক অবদান ..............
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এ উম্মতের মধ্যে এক দিকে যেমন আবদুল্লাহ ইবনে মাসউদ রাঃ এর ন্যায় ফকীহ রয়েছেন , তেমনি আম্মাজান আয়িশা সিদ্দীকা রাঃ এর ন্যায় ফকীহাও রয়েছেন। হযরত যায়েদ বিন সাবিত রাঃ এর ন্যায় যেমন প্রসিদ্ধ হাফিয রয়েছেন , তেমনি আম্মাজান হাফসা বিনতে উমর রাঃ এর ন্যায় প্রসিদ্ধ হাফিযাও রয়েছেন।
হযরত হামযা রাঃ এর ন্যায় সাইয়্যিদুশ শ্তহাদা তথা শহীদদের সরদার পুরুষ যেমন রয়েছেন , ঠিক তদ্রূপ হযরত সুমাইয়া রাঃ এর ন্যায় শ্রেষ্ঠ নারী শহীদাও রয়েছেন ।এমনকি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শাহাদাত বরণকারী ব্যাক্তিত্ব হলেন একজন নারী।এ ক্ষেত্রে মহিলারা পুরুষদের থেকে এগিয়ে গিয়েছেন । ( সুবহানাল্লাহ)
এই উম্মতের মধ্যে যেমন হযরত খালিদ বিন ওয়ালীদ রাঃ এর মতো দিগবিজয়ী বীর যোদ্ধা রয়েছেন , ঠিক তদ্রূপ হযরত যারার রাঃ এর বোন হযরত খাওলা রাঃ এর ন্যায় বীরাঙ্গনা নারীও রয়েছেন ।
ইতিহাসের গ্রন্থ গুলোতে রয়েছে যে, একবার হযরত যারার রাঃ কে কাফিররা গ্রেফতার করে ফেলে । এ সংবাদ শুনে হযরত খালিদ বিন ওয়ালীদ রাঃ চিন্তিত হয়ে পড়লেন, মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল অতি নগন্য। শত্রু বাহিনী ছিল বিরাট - বিশাল।
[হযরত খালিদ বিন ওয়ালীদ রাঃ বলেন ,
এমন কঠিন মূহুর্তে নেকাবে ঢাকা এক আরোহীকে আমি দেখলাম । যার হাতে ছিল উন্মুক্ত তরবারি ।সে ছুটে আসলো এবং কাফিরদেরকে তরি-তরকারির মত কাটতে লাগলো। অল্প কিছুক্ষনের মধ্যে শত্রু বাহিনীর ভিড়কে লাশের স্তুপে পরিনত করে দিল । শত্রু বাহিনীর মধ্যে এমন আতঙ্ক ছড়িয়ে পড়লো যে , তারা হযরত যারার রাঃ কে যে যেদিকে পারলো পালিয়ে গেল । নেকাবে ঢাকা মুজাহিদ যারার রাঃ এর হাতকড়া খুলে তাকে মুক্ত করে দিলেন । যখন তারা ফিরে আসলেন আমি অবাক বিষ্ময়ে নিকাবধারী ঐ মুজাহিদের কাছাকাছি হলাম ।
জিঙ্গাসা করলাম- তুমি কে ? এমন বীরত্ব আর অসীম সাহস আল্লাহ তা'আলা তোমাকে দিয়েছেন ।
উত্তরে এক নারী কন্ঠ ভেসে আসল। বললেন- আমি হচ্ছি (হযরত) যারার রাঃ এর বোন (হযরত) খাওলা রাঃ । আমার ভাইকে কাফিররা বন্দি করেছিল তাই আমার মনে হয়েছে , আজ আমার ভাইয়ের জন্য তার বোনকে বড় প্রয়োজন । যার কারনে , আমি নেকাব পরিধান করলাম এবং তরবারি হাতে ময়দানে ঝাঁপিয়ে পড়লাম ।
মুসলমানদের মধ্যে যেমন হযরত খালিদ বিন ওয়ালীদ রাঃ এর মত দুঃসাহসী বীর যোদ্ধা ছিলেন, আবার তদ্রূপ হযরত খাওলা রাঃ এর মত তরবারির ঝনঝনানি শব্দ তোলা , যুদ্ধের ময়দানে কাফিরদের অন্তরে আতঙ্ক সৃষ্টি করা দুঃসাহসী বীরাঙ্গনা মুজাহিদাও ছিলেন ।
এ উম্মতের মধ্যে একদিকে হযরত হাসান বসরী রহঃ এর ন্যায় আধ্যাত্মিক মহাপুরুষ রয়েছেন , অপর দিকে হযরত রাবেয়া বসরিয়্যা রহঃ এর ন্যায় আধ্যাত্মিক মহীয়সী নারীও রয়েছেন ।
দ্বীনের ব্যাপারে মহিলারা কখনই পিছিয়ে থাকেন নি। তারা হাফেযে কুরআন হয়েছেন, ক্বারীও হয়েছেন, মুহাদ্দিসও হয়েছেন , ফকীহাও হয়েছেন । দ্বীনের প্রচার-প্রসারের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন ।
যদিও উম্মাহর নারীরা সেই গৌরবময় সোনালী অধ্যায় আজ ভুলতে বসেছে , দ্বীনের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করা থেকে মুখ ফিরিয়েই নিয়েছে তাদের মুখ (অতি নগন্য অংশ ছাড়া) ।
ও মুসলিম উম্মাহর নারী সমাজ আছো কি কেউ যে হতে চায় আম্মাজান আয়িশা সিদ্দিকা রাঃ এর মতো , আম্মাজান হাফসা রাঃ এর মত , যে হতে চায় হযরত সুমাইয়া রাঃ এর মতো ? আছো কি কেউ আছো কি , যে হতে চায় হযরত খাওলা রাঃ এর মতো, হযরত রাবেয়া বসরিয়্যা এর মতো ? আছো কি কেউ যে মুহাদ্দিসিনা হবে , ফকীহা হবে ?
আছো কি কেউ.................. ?
- See more at: Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
এখানে সেরা ইগো কার?
ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন... ...বাকিটুকু পড়ুন
এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।
‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন