কম্পিউটার বা ল্যাপটপের কিবোর্ডে F1, F2, F3 এভাবে F12 পর্যন্ত ১২টি ফাংশন কি আছে। একেকটি ফাংশন কি মূলত আলাদা আলাদা প্রোগ্রাম রান করে অথবা কমান্ড প্রদান করে। গত সংখ্যায় F1 থেকে F6 পর্যন্ত কিবোর্ডের প্রথম ৬টি ফাংশন কি-এর কাজ নিয়ে আলোচনা করা হয়েছিল। এ সংখ্যায় F7 থেকে F12 পর্যন্ত শেষ ৬টি ফাংশন কি-এর কাজ নিয়ে আলোচনা করা হলো।
F7
এর মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও গ্রামার ঠিক করা হয় এবং মজিলা ফায়ারফক্সের Create browsing চালু করা যায়। Shift+F7 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার ডিকশনারি চালু করা যায়।
F8
সেইফ মোডে সাধারণত উইন্ডোজ চালু করার জন্য F8 দরকার হয়।
F9
F9 চেপে Quark 5.0-এর মেজারমেন্ট টুলবার খোলা যায়।
F10
ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেন্যুবার নির্বাচন করা যায় F10 চেপে। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।
F11
এর মাধ্যমে ইন্টারনেট ব্রাউজারের ফুল-স্ক্রিন মোড অন-অফ করা যায়।
F12
মাইক্রোসফট ওয়ার্ডের ঝধাব ধং উইন্ডো ওপেন করা হয় F12 চেপে। Ctrl+Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট অপশন পাওয়া যায়।
(সংকলি্ত)
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১১