সাংবাদিক:স্যার, কাল একটা মতামত যাবে আপনার, কিছু বলে দেন নির্বাচনের বিষয়ে।
সুশীল: তত্ত্বাবধায়ক সরকার নিয়া কিছু বলবো না । প্রশ্ন করো। বাকি ধারনা দেই, তুমি লেখো. ছাপানোর আগে দেখাইয়া নিয়ো। ক্যাচিং ফিশ, উইদআউট টাচিং পানি টাইপ হবে।
সাংবাদিক: নির্বাচন থেকে আপনার পরবর্তী প্রত্যাশা কি ?
সুশীল : যোগ্য জিনিষ চাই ।
সাংবাদিক: যোগ্যতার প্যারামিটার কি হবে ?
সুশীল : মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে হবে ।
সাংবাদিক : লীগের কথা বলতেছেন ?
সুশীল: ওই রকমই ।
সাংবাদিক: আর
সুশীল: বাঙালী জাতীয়তাবাদে বিশ্বাস রাখতে হবে, ভারতের অঙ্গরাজ্য যাতে না হয় ।
সাংবাদিক: বিএনপির কথা এইবার নিশ্চয়ই ?
সুশীল: একটু ওই দিকেই ।
সাংবাদিক: ধর্ম নিরপেক্ষতার ব্যাপার টা ?
সুশীল : নাউজুবিল্লাহ, আমার আব্বা পাকিস্তান আমলে গ্রামের মাওলানা ছিলেন, বিসমিল্লাহ ছাড়া আমি পানি ও খাই না । তাছাড়া তিনি একটা কমিটি তেও ছিলেন ।
সাংবাদিক: জ্বী স্যার, ওইদিন অফিসের পার্টিতে আপনে হার্ড ড্রিংকস খাওয়ার আগেও বিসমিল্লাহ বলছিলেন। আই নোটেড দ্যাট পয়েন্ট।
কমিটি টা কোনটা স্যার, শান্তি....?
সুশীল: অপ্রাসঙ্গিক প্রশ্ন না....
সাংবাদিক: বিপ্লব থাকবে না স্যার ? তরুন রক্ত, বিপ্লবে বিশ্বাসী....
সুশীল : তা ঠিক, আমিও চে' ভাইয়ের ভক্ত ..... ভাসানী কে গুরু মানি...
সাংবাদিক: (বির বির কইরা) আর বাকি রইলো কি রে মমিন
সুশীল: তবে দেশের এই পরিস্থিতি তে একটা মার্শাল ল এর প্রয়োজন আছে । ৯-১০ বছর যদি আর্মির ডলা খাওয়াইতে পারা যাইতো....
সাংবাদিক: স্যার, আমি একটু কনফিউজড । আমি আসলে কি লিখবো ।
সুশীল : দেখছো, তোমার মত ঝানু সাংবাদিক কনফিউজ করে দিলাম। আরে মমিন এই লাইগাই তো আমরা সুশীল/ বুদ্ধিজীবী । প্রেসক্লাব তো আমরাই জমায় রাখি ।
মতামত যাতে ঠিক মত যায় ।