এ পর্যন্ত পোস্ট করা ফান ভিডিওগুলোর মধ্যে সর্বাধিক ডাউনলোডকৃত ভিডিও এটি। হাছন রাজার 'নিশা লাগিল রে' গানটায় সুরের বেশ ভেরিয়েশন এনেছেন ফুয়াদ ইন ফিচারিং মিলা ইন 'রি-ডিফাইন্ড' (মিলার সর্বশেষ এ্যালবাম, যা আমি কিনেছিলাম গত ১৫ সেপ্টেম্বরে

'নিশা লাগিল রে' গানটি যেভাবে গাওয়া হয়েছে তা অনেকের ভালো নাও লাগতে পারে, তবে আমি পুরান গানে সুরের ভেরিয়েশন পছন্দ করি, যদি তাতে উন্নত সৃজনশীলতার পরিচয় পাওয়া যায় (এটাও একেক জনের একেক রকম)। মিলার এ গানটা আমার কাছে আগের শোনা অন্য যে কোনো শিল্পীর চেয়ে অনেক গুণ ভালো লেগেছে।
স্বভাব দোষে কিছুদিন পর পর রোগাক্রান্ত হই ইদানীং। এ রোগ সারছে না, রোগ আমাকে ছাড়ছে না।
নিশা লাগিল রে - এ গানের একটা ফান ভিডিও করেছি কিছুদিন আগে, যা একবার পোস্টে দিয়েছিলাম। একবার বলেছি, সবচেয়ে বেশি সংখ্যকবার ডাউনলোড হয়েছে এটা (আমার দেয়া লিংকগুলোর মধ্যে)। কিন্তু কেউ এ ব্যাপারে তেমন উল্লেখযোগ্য প্রতিক্রিয়া জানান নি; রহস্যজনক


যথারীতি, বেশ কয়েকজন সুন্দরী হয়েছেন এবারের মডেল। কারা এই সুন্দরীরা? তাঁরা আমাদের ভার্চুয়াল সুন্দরী ব্লগার, যাঁরা তাঁদের উজ্জ্বল উপস্থিতি দ্বারা সবসময় ব্লগকে আলোকিত ও আলোড়িত করে রাখেন।




ভার্চুয়াল সুন্দরীদের ভিডিও দেখুন এটা ডাউনলোড করে।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৭