ঈদের কদিন আগে এনটিভির একটা মিউজিক অনুষ্ঠানে রন্টির লেটেস্ট সিডি 'আনমনা মন'র উপর একটা রিভিউ প্রচারিত হচ্ছিল। ৩-৪টা গান শুনে আমি যারপরনাই মুগ্ধ হয়ে যাই। ঈদের আগে আর মার্কেটে খোঁজ নেয়া সম্ভব হয় নি। গতকাল সন্ধ্যায় অনেকগুলো সিডির দোকান খোঁজার পর রন্টির সিডিটা পাওয়া গেলো। বাসায় এসে হন্তদন্ত হয়ে পিসি অন, অতঃপর মুগ্ধ হয়ে গান শোনা। তারপর পিসিতে কপি করা। এই ফাঁকে টিভির বিভিন্ন চ্যানেলেও ঘোরাঘুরি করছি। বৈশাখী চ্যানেলে তখন চারজন শিল্পীর আলোচনা ও গান হচ্ছিল। তো, থামলাম। কৃষ্ণকলিকেই শুধু চিনলাম। একটা মেয়ে গান ধরলো,
বৈঠা নে তোর মনমাঝি নাইয়া
সুরের টান শুনেই আমি মুগ্ধ। শিল্পীর নাম জানার জন্য অপেক্ষা। নাম উঠলো - সিঁথি সাহা। এতো শিল্পীর ভিড়ে এ শিল্পীর নাম কখনো জানা হয় নি। কিন্তু গানটা শুনে আমি পাগল হয়ে গেলাম। এটা একটা ভাবের গান। ময়মনসিংহের নূরী পাগলার গান এটা। আলোচকগণও বললেন, লালনের গানের মতোই সমৃদ্ধ লোকজ গান এটা। ভাবের গান, সুরটা খুব ক্লাসিক, রাগ প্রধান (আমি গান খুব শুনি, কিন্তু ক্লাসিফিকেশন সম্পর্কে ধারণা নেই। সো, প্লিজ ফরগিভ মি)।
মার্কেটে আমি শিগগির খুঁজবো সিঁথি সাহাকে। এই প্রতিভাময়ী শিল্পী সম্পর্কে কারো কিছু জানা থাকলে প্লিজ শেয়ার করুন। তাঁর কোনো গানের লিংক, বিশেষত এ গানটার লিংক জানা থাকলে প্লিজ আমাকে দিন।