মাল্টিমিডিয়াহীন শৈশব আর কৈশোরের দিনগুলোতে এই গানগুলো রেডিওতে শুনতাম। কতো ভালো লাগতো! আজও পিসিতে মাঝে মাঝে শুনি আর অজান্তে ফিরে যাই সেই দিনগুলোতে। কেমন লাগে এ গানগুলো আপনাদের?
১। আয়নাতে ঐ মুখ দেখবে যখন : মাহমুদুন্নবী
২। ও মেয়ের নাম দেব কী ভাবি শুধু তাই : মাহমুদুন্নবী
৩। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কী হবে : রুনা লায়লা
৪। একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে ওগো বন্ধু : সাবিনা ইয়াসমিন
৫। অশ্রু দিয়ে লেখা এ গান : সাবিনা ইয়াসমিন
৬। গীতিময় সেইদিন চিরদিন বুঝি আর র'লো না : সাবিনা
৭। আমার এ দুটি চোখ পাথর তো নয় : সুবীর নন্দী
৮। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরনা বলো : সুবীর নন্দী
৯। আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি : সুবীর নন্দী
১০। দিন যায় কথা থাকে : সুবীর নন্দী
১১। হাজার মনের কাছে প্রশ্ন করে : সুবীর নন্দী
১২। আবার কখন কবে দেখা হবে বলো কতো না-বলা কথা বাকি রয়ে গেলো : শাহ্নাজ রহমতুল্লাহ
১৩। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো : শাহ্নাজ রহমতুল্লাহ
১৪। আমি তো আমার গল্প বলেছি : শাহ্নাজ রহমতুল্লাহ
১৫। যে ছিল দৃষ্টির সীমানায় : শাহ্নাজ রহমতুল্লাহ
১৬। ঐ আকাশ ঘিরে সন্ধ্যা নামে : শাহ্নাজ রহমতুল্লাহ
১৮। তারাভরা রাতে তোমার কথাটি মনে পড়ে বেদনায় : আব্দুল জব্বার
১৯। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় : আব্দুল জব্বার
২০। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া : আব্দুল জব্বার
২১। আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি
২২। এই পৃথিবীর পান্থশালায় : আব্দুল হাদী
২৩। একবার যদি কেউ ভালোবাসতো : সামিনা নবী
২৪। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই : মিতালী মুখার্জি
২৫। কেন আশা বেঁধে রাখি : মিতালী মুখার্জি
একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়...............
আরো চাইলে ডাউনলোড করুন : আমার প্রিয় গান > Bangladeshi Old Songs