কিছু আগে এখানে একটা পুরনো ও সহজ ধাঁধা দিয়েছিলাম , এবং অনেকেই তার সঠিক জবাব দেবার চেষ্টা করেছেন। নিচে অনুরূপ আরেকটা ধাঁধা দেখুন।
এক লোক হাফিজ দোকানদারের দোকান থেকে ৫ টাকা দামের একটা কলম কিনে হাফিজকে একটা ১০০ টাকার নোট দিল।
হাফিজ মিয়ার কাছে কোনো টাকা ছিল না তখন। সে মফিজ দোকানদারের কাছ থেকে ঐ ১০০ টাকার নোটটি ভাঙতি করে আনলো, তারপর ক্রেতাকে ৯৫ টাকা ফেরত দিল। ক্রেতা ৯৫ টাকা ও ৫ টাকা দামের কলম নিয়ে চলে গেল।
এরপর ঘণ্টাখানেকের মধ্যেই হাফিজ মিয়ার দোকানে বেশ বেচাকেনা হলো এবং ১০০ নগদ টাকাও জমা হলো।
আরো ঘণ্টাখানেক পর মফিজ দোকানদার হাফিজকে সেই নোটটা দেখিয়ে বললো, এটা একটা জাল নোট। জাল নোট পালটে দাও। হাফিজ দোকানদার জাল নোটটা ফেরত নিয়ে মফিজকে ১০০ টাকা দিয়ে দিল।
ধাঁধা :
১। কলম ক্রেতা জানতো তার ওটা জাল নোট ছিল। জাল নোটের বিনিময়ে তার কতো টাকা লাভ হলো?
২। হাফিজ দোকানদারের কতো টাকা ক্ষতি হলো?
৩। মফিজ দোকানদারের কতো টাকা লাভ বা ক্ষতি হলো?
প্রশ্ন না বুঝে থাকলে বলুন।
যদি পাজল্ড হতে চান, এখানে ক্লিক করে অনুরূপ আরো একটা ধাঁধা দেখুন।