প্রেম দে, নইলে তোর কলজে খাবো,
হাড়গোড় করে দেবো গুঁড়ো-
যখন-তখন এমনই শাসাতো আর অজস্র লোভ দেখাতো ফোনে:
আজকাল প্রেমের বাজারে ভালো প্রেম বলতে পরকীয়াই শুদ্ধ ও সুলভ এবং নিরাপদ
পাবি তুই যথেচ্ছ সঙ্গম আর উপরি পাওনা হিসেবে বিশাল রাজ্যপাট, বাড়ি ও গাড়ি। সব পাবি আর পায়ের উপর পা তুলে সুখে থাকবি যাবজ্জীবন
পরকীয়া আজকাল বড্ড লাভজনক ও ক্রমশ লোভনীয়
আমি চমকে উঠি। ভয়কাতুরে হই। পায়চারিরতা স্ত্রীর দিকে তাকাই। বসের সাথে অফিশিয়াল আলাপ জরুরি বিষয়ে- এমনই অকৃত্রিম ভাব চোখেমুখে- অন্তরে বুক কাঁপে, ভয়ে ও বাসনায়- যদিও স্ত্রীর সন্দিগ্ধ চোখের সাথে বার বার চোরাচাহনি হয়। এটা সত্য- পুরুষ বসের সাথেও দীর্ঘ আলাপ স্ত্রীরা সহজ চোখে দেখে না; কে আছে ওপারে, কীভাবে জানবে সে?
তোকে খুন করবো- মৃত্যুর হুমকিতে সম্বিতে ফিরি। আমাকে প্রবল টানে- শুধু তার পরকীয়াই নয়, তার অবাধ্য প্রেম আর আমার উপর কঠিন, অদম্য দাবি- আমাকে কেবলই টানে তার গভীরের গভীরে। ভালোবাসার এমন শোষণ কালেভদ্রে কপালে জোটে।
হায় বেচারা! কলুর বলদ স্বামী! আমি কি মহাপুরুষ, নপুংসক ঋষি?
একরাতে মহাগুরুর আস্তানায়- 'আমাকে বাঁচাও গুরু।' ধ্যানের কলিকায় ধূম্র টানতে টানতে নিমীলিত চোখ খুলে তাকালেন তিনি। তারপর গুরু ভনিলেন অমর বাণী ....
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:১৬