প্রকৃত দেশসেবকদের প্রতি যথাযথ ও অকৃত্রিম শ্রদ্ধা রেখেই বলছি, হাল আমলে আমাদের অনেকেই দেশসেবার নামে মুখে বড় বড় বুলি আওড়ে থাকেন, জনহিতার্থে তাঁদের অবদান কতোখানি তা ঢাকঢোল পিটিয়ে জাহির করতে ব্যস্ত হয়ে পড়েন। আমরা অনেকেই হয়তো কখনোই জানতে পারি না এর পেছনে তাঁদের কতোখানি স্বার্থ জড়িত ছিল, কি ছিল না।
আরেক গোষ্ঠি আছেন- তাঁরা শুধু হা-হতোস্মি করেন, দেশের জন্য কোনো কিছু করতে পারলেন না বলে, যদিও করার ছিল/আছে অনেক কিছু।
বিত্তবান না হয়েও আপনি দেশ ও সমাজসেবায় প্রকৃত অবদান রাখতে পারেন। সেজন্য আপনাকে হৃদয়বান হতে হবে, মানুষকে ভালোবাসার মতো মহৎ উদ্দেশ্য আপনার ভেতর থাকতে হবে। এ কাজটা করার জন্য আপনাকে অনেক বড় কিছু করার দরকার নেই, অনেক অর্থকড়িও হয়তো খরচ করতে হবে না। দেশসেবার মহান ব্রত মাথায় রেখে আপনাকে শুধু একটু প্রচারবিমুখ হতে হবে। প্রচারই যদি আপনার আসল উদ্দেশ্য হয়, দেশসেবা হয়তো হবে না।
ক্ষুদ্র ক্ষুদ্র কাজের ভেতর দিয়েই আপনার দেশসেবার বীজ বোনা হয়। ক্ষুদ্র কাজগুলোর একটা সাধারণ তালিকা নিচে দেখুন। এটা স্রেফ একটা গাইডলাইন, আপনি আপনার ইনজেনুইনিটি দিয়ে আরও অসংখ্য উপাদান বের করতে পারেন।
১। সবার আগে আপনি প্রতিজ্ঞা করুন, আজ সারাদিন আপনার দ্বারা একটি লোকও ক্ষতিগ্রস্থ হবেন না, মর্মাহত হবেন না।
২। তারপর প্রতিজ্ঞা করুন, আজ সারাদিন আপনি একটা মিথ্যা কথাও বলবেন না।
৩। আরও প্রতিজ্ঞা করুন, আজ সারাদিনে আপনি অন্তত একটা ভালো কাজ করবেন, যার দ্বারা অন্তত একজন লোক উপকৃত হয়।
উপরের তিনটা কাজ খুব মামুলি নয়। আপনি যে পরিবারের সদস্য, তাঁরা প্রত্যেকেই যদি কাজ তিনটা অনুসরণ করেন, ভেবে দেখুন মাত্র একটা পরিবার থেকেই কতোগুলো ভালো কাজ হতে পারে।
আপনার গাঁয়ের বা মহল্লার একজন দরিদ্র লোককে একটা রিকশা কিনে দিন। দরিদ্র কৃষককে একটা গাভী বা হালের গরু কিনে দিন। বিধবাকে কিছু হাঁসমুরগি বা ছাগল কিনে দিন। একজন মাঝিকে একটা নৌকা কিনে দিন। জেলেকে জাল কিনে দিন। যার মজা পুকুর আছে, সংস্কার করে মাছ চাষের ব্যবস্থা করে দিন। কিছু ফলের চারা, শব্জির বীজ কিনে দিন- আজকাল হোমবেসড চাষাবাদ করার সুফল পাওয়া যাচ্ছে। উঠোনের পাশে, ঘরের কোনায় ফলফলাদি ও সব্জি চাষ করা যায়, উত্সাহিত করুন গরীব মানুষকে। কাউকে এক বান্ডিল টিন কিনে দিন ঘরের চালার জন্য।
আপনার পুরনো কাপড়চোপড়গুলো আর বাসায় না রেখে বিলিয়ে দিন। একজন দরিদ্র মেধাবী ছাত্রের সারাবছরের পড়ালেখার টাকাটা দিয়ে দিন। আরও কতো কিছু আপনি করতে পারেন।
আপনি যদি সরল মনে এ কাজগুলো করেন, কোনোরূপ স্বার্থসিদ্ধির ধান্দাফন্দি না করে, তাহলে দেখবেন, প্রকৃত আত্মসন্তুষ্টি ও নির্মল আনন্দে আপনি উদ্বেলিত হচ্ছেন। আপনি নিজের অজান্তে অপার আনন্দে গেয়ে উঠবেন : সার্থক জনম আমার.....
আপনাকে যে একজন মহান রাজনৈনিতক নেতা কিংবা প্রাজ্ঞ বুদ্ধিজীবী হতেই হবে, দেশসেবার জন্য এটা কোনো জরুরি শর্ত নয়।
তাহলে আজই শুরু করুন। আসুন, সবাই ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে দেশসেবায় অবদান রাখি।
আপনি আছেন তো?
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৬