ছায়া
আমি পৃথিবীতে
জন্মেছিলাম হৃদয়ের প্রেম ঢেলে দিতে
তৃষ্ণার্ত অন্তরে তোমার।
যুগের যন্ত্রণা-তীরে বিক্ষত আমি বারবার,
তাই পারি নাই
কবিতা-সন্ধ্যায় হাসনাহেনার বনে তোমার পাশে নিতে ঠাঁই।
আমার এ অক্ষমতা
ক্ষমা করো যদি,
শান্তি পাবে আমার এ বহ্নিমান মন, হে দরদি।
আমার মৃত্যুর পরে রঙিন চরাচরে
আমাকে খোঁজো না ভুল করে।
যেখানে অতিষ্ঠ মানুষেরা ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে
উদ্যত হাতে
মুক্তির সংগ্রামে মাতে,
সেখানে দেখবে সেই জাগ্রত জনতার মাঝে
আমার ছায়া পড়ে আছে ।
• ১৯৮৬
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৩