আপনাদের কবিতা নিয়ে একুশে সংকলন ২০০৯ অবশেষে বের হতে যাচ্ছে আগামী পরশু। বইটি পাবেন ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ১৩৩-১৩৪ নম্বর স্টলে (তথ্যকেন্দ্রের পাশে)। কম্পিউটার বিড়ম্বনায় সম্পাদিত সফট কপিটি আমার পিসি থেকে হঠাত উধাও হয়ে গেলে আমি সমুদ্রের মাঝখানে ডুবে যেতে থাকি। তখন পান্থ বিহোস এগিয়ে আসে পুনরায় সম্পাদনার কাজটি করে দেবার জন্য। বইটির নাম সবুজ অঙ্গন সাহিত্যপত্রিকার সাথে মিলিয়ে রাখা হয়েছে :
সবুজ অঙ্গন
আন্তর্জালিক কবিতাগুচ্ছ
মোট ৩০ জন কবির কবিতা এতে আছে। তবে কবিদের নাম ও কবিতা সম্বন্ধে এখনও আমি খুব সামান্যই জানি, কারণ কবিতা ও কবি বাছাইয়ের পুরো কাজটি পান্থ বিহোসই নতুন করে করেছে। বইটি পাঁচ ফর্মার। দাম কতো রাখা হয়েছে জানি না; ৬০ থেকে ৭০ হবারই কথা।
কভার পেইজ এখনও দেখি নি। তবে দেখার ও দেখানোর প্রবল ইচ্ছে।
যাঁদের কবিতা নির্বাচিত হয় নি, বলাই বাহুল্য তাঁরা দু:খ পাবেন ও ক্ষিপ্ত হবেন। তাঁদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা এবং ক্ষিপ্ত না হবার জন্য বিনীত অনুরোধ থাকলো।
যাঁরা আমাদের অপরিসীম উত্সাহ দিয়েছেন তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪৯