সবাইকে 'বউদিবসে'র শুভেচ্ছা। বউদিবসের ঘোষণা শীঘ্রই পাবেন। এতো দিবস আছে, অথচ 'শ্রেষ্ঠাঙ্গিনী'র (better half) নামে কোনও দিবস থাকবে না, তা কি হয়? বউরা এজন্য কেন যে এতোদিনেও স্বামীদের খুন করেন নি, সেটা বরং বউদের অনুপম মাহাত্ম্য বা মহানুভবতাই বলা যায়।
আর দয়া করে জেনে রাখুন, 'শ্রেষ্ঠাঙ্গিনী' শব্দটা খলিল মাহমুদের; তবে যে কেউ ব্যবহার করতে পারেন খুশির সাথে, শুধু ফুটনোটে কৃতজ্ঞতার সাথে উদ্ভাবকের নামটা উচ্চারণ করবেন প্লিজ।
আমি খুব বউভক্ত রে ভাই (বউয়ের নির্দেশেই)। তাই এ কবিতা।
আর ইতোমধ্যেই যদি সংবিধানবিধিবদ্ধ 'বউদিবস' ঘোষিত হয়ে থাকে, তজ্জন্য আমি লজ্জিত ও আমার বউয়ের কাছে ক্ষমাপ্রার্থী, আমার এ অনূচিত-অজ্ঞতার জন্য। সেক্ষেত্রে অতিক্রান্ত দিবসটি সাড়ম্ববরে উদযাপনের সমুদয় ব্যবস্থা আমাকে এখনই করতে হবে।
তবে স্ত্রৈণ-অস্ত্রৈণ যা-ই বলুন না কেন ভাই, আমি বাঘিনী বউকেই সবচেয়ে বেশি ভয় পাই। তাই অহনাকে কবিতার অন্তরালে রাখি; মধুর 'আফরিনা' নামে বউমণিকে আহলাদ করে ডাকি। আর কি কিছু এ সংসারে লাগে, যদিবা বউয়ের কৃপাদৃষ্টি থাকে!
সকল স্ত্রৈণ ভাইকে পুনর্বার 'বউদিবসের' আগাম শুভেচ্ছা জানাচ্ছি।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৪