বিএনপি কার্যালয়ে আসছেন বঙ্গবীর, যেতে চান আ’লীগের কাছেও
মান্নান মারুফ, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নয়াপল্টন থেকে : বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ফিরে পাওয়া ও চলমান রাজনৈতিক সঙ্কট থেকে জাতিকে মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
এ উদ্যোগেরই অংশ হিসেবে দেশব্যাপী হরতালের তৃতীয় দিন মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ধানমণ্ডির বাসা থেকে নয়াপল্টনের দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তিনি।
তার ব্যক্তিগত কর্মকর্তা বাবুল বাংলানিউজকে জানিয়েছেন, নিজের গাড়িতে গামছার ফ্ল্যাগ উড়িয়ে বাসা থেকে কিছু দূর এসে পায়ে হেঁটে নয়াপল্টনের দিকে আসছেন বঙ্গবীর। দলের কয়েকজন নেতাও রয়েছেন সঙ্গে।
এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে বাংলানিউজকে কাদের সিদ্দিকী জানান, বিএনপি কার্যালয়ে এসে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের সঙ্গে ইলিয়াস আলী ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন তিনি। এরপর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলতে দলটির সভাপতির ধানমন্ডির কার্যালয়েও যাবেন তিনি।
বঙ্গবীর আরো জানান, ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া ও চলমান সঙ্কট থেকে জাতিতে মুক্তি দেওয়ার জন্যই তার এ উদ্যোগ।