#বইমেলা২০১৯
#বই০২
০২.
একজন লেখক তার নিজের লেখা বইয়ের জন্য কি করতে পারে?
কতটুকু ই করতে পারে?
কি কি আত্নত্যাগ স্বীকার করতে পারে?
আবেগ-অনুভূতি নিয়ে লেখা শব্দগুলো কি লেখক আদৌ নিজের অনুভূতি দিয়ে লেখে?
নাকি, শব্দের খাতিরে লিখে যায়?
আমি এই লেখক এর সাথে পরিচিত হয়ে, কথা বলে বারবার বিস্মিত হয়েছি।
অবাক হয়েছি।
বইয়ের এই লেখক বইয়ের চরিত্রের কষ্টগুলোকে বাস্তব করতে নিজে হাত কেটে ফেলেছেন!
হাত কাটার দরুণ যে ব্যথার উদ্রেক হয়, সেটা নিয়ে তিনি অনুভূতির শব্দ লিখেছেন!
বইয়ের প্লট শুনামাত্র আমি প্র অর্ডার করে বইটা কিনেছি।
বইটা ছিলো 'রুপজীবী'দের নিয়ে, ভদ্র বাংলা ভাষায় বললে 'পতিতা'দের নিয়ে।
লেখক দেশের বিভিন্ন পতিতালয়ে গিয়েছেন, ঘুরেছেন। কিন্তু, সাড়া পান নি।
লেখক ছিলেন বাংলা চলচ্চিত্রের একচ্ছত্র অভিনেতা 'সালমান শাহ' এর ভক্ত আর একদিন আচমকা কোনো এক পতিতালয়ের পাশ দিয়ে হেঁটে যাবার সময় সালমান শাহ' এর যেকোনো একটি চলচ্চিত্রের গান বেজে উঠে!
গল্পের খাতিরে পতিতালয়ের পাশে রুম ভাড়া করে থেকেছেন, শিখেছেন জীবনের নিগূঢ় বাস্তবতাকে।
আমি অবাক, আমি হতবাক, আমি নির্বাক।
আপনারাও নির্বাক হবেন।
"যদি বই কোনো পাঠকের হৃদয় চিঁড়ে না যায়, চোখ ফেটে কান্না না আসে, যদি মনে হয় লেখাটা মন মতো হয়নি, সময় অহেতুক গিয়েছে... তবে আমি অঞ্জন সেই পাঠকের টাকা ফেরত দিবো!"
- লেখক বলেছেন।
আপনারা যারা এখনো প্রি অর্ডার করেন নি, করে নিন।
নতুবা, বাস্তব জীবনের এক কালো অধ্যায় থেকে পিছিয়ে থাকবেন, পিছিয়ে থাকবেন সমাজে বাস করা 'পতিতা'দের সত্যতা থেকে।
কেনো একজন মেয়ে নিজেকে বিক্রি করে?
কেনো সমাজ তাকে পতিতা বলে?
আর, কেন ই বা সে.........
উত্তরগুলো লেখক এই বইয়ে দিয়ে দিয়েছেন।
বইঃ কয়েদি,
মলাট মূল্য-২০০ টাকা,
বিক্রিত মূল্য-১৫০, (২৫% ছাড়ে),
কুরিয়ার চার্জ ৩০,
সর্বোমোট ১৮০ টাকা।
এখুনি করে নিন, বাস্তবতা জানুন, নিজেকে জানুন।
ওহ!
বলছিলাম, সেই লেখকের কথা, সেই ভাইয়ের কথা, যার কাছে শ্রদ্ধায় আমার নত মস্তিক।
এতোটা সমর্পণ আমি নিজেও আমার নিজের বইয়ের জন্য হতে পারবো না, এতোটা ত্যাগ আমি করতে পারবো না।
বলছিলাম অঞ্জন হাসান পবন ভাইয়ের কথা!
ভালোবাসা ভাই।
আপনার বই আপনাকে উচ্চ নিয়ে যাক, আপনার কল্পনাকে বাস্তবকে নিয়ে উড়ুক।
#বইয়েরদুনিয়ায়স্বাগতম
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৩