আমি,
পাপ করবো তোমার চোখে দৃষ্টি দিয়ে,
আমি,
পাপ পুষবো তোমার মৌনতার সিঁদুর নিয়ে।
আমি,
পাপ শুষবো তোমার শ্যামলিমার ছায়াবাজি পুতুলরূপে,
আমি,
পাপ শিখবো তোমার পেঁচাত্ত শাপলার নিচিতরূপে।
আমি,
পাপ জমাবো তোমার কুমারী নাইয়ের রোদ্দুরে,
আমি,
পাপ কাটবো তোমার উষ্ণতার পল্লবের চাদ্দরে।
আমি,
পাপ কিনবো তোমার উদাস দুপুরের বাঁকে,
আমি,
পাপ ছাড়বো তোমার লাজুক মুখের ঝাঁকে।
আমি পাপের পাপী পাপিষ্ঠ হয়ে তোমায় রিক্ত মনে সিক্ত দেহে একাদশীর মেঘলা বাঁধে বেলা-ভূমে অবিতথ করবো।