জাপানে এখন যেদিকেই তাকাবেন আপনি শুধু সাকুরা ফুলই দেখবেন। পুরো জাপান এখন সাকুরা ফুলে সেজেছে। মনে হবে যেন একটি যুবতী সাদা শাড়ী পড়েছে। কিন্তু নতুন নতুন শাড়ী পড়েছে বলে সামলাতে পারছেনা। সৌন্দর্য যেন বেড়িয়ে পড়ছে। ফুলগুলোর রং সাদা নয়তো হালকা গোলাপি। কিন্তু যুবতীর এই সাজ এবছর বেশিদিন ছিলনা। বৃষ্টি এসে তার সাজ পণ্ড করে গেছে। সব ফুলের পাপড়ি ঝরে গেছে। তাও একদিন সকালে বৃষ্টির মধ্যেই বেড়িয়েছিলাম কিছু ছবি তুলতে।
১। এই ছবিটি তুলেছি সাকুরা ফুল ফোঁটার ঠিক আগে আগে। পুরো গাছে কলি ছিল। শুধু একটা বা দুইটা ফুল ফুটেছে এমন সময় তুলেছি।
২। এই ফুলটিও একই সময়ে তোলা।
৩। বৃষ্টি এসে সব ফুল ঝরইয়ে দিচ্ছে।
৪। সাকুরা ফুলের বিদায়। কারণ গাছে কচি পাতা আসা শুরু করেছে। বৃষ্টি না হলেও কিছুদিনের মধ্যেই সব ফুল ঝরে যেত। গাছগুলো কচি পাতায় ভরে গিয়ে পুরো জাপান সবুজ হয়ে যাবে।
৫। পুরো গাছ সাকুরা ফুলে ভরে গেছে।
৬। এই জায়গাটা আমার খুব পছন্দের। ছোট্ট একটা টিলার মত। চারদিক সাকুরা গাছে ঘেরা।
৭। এই সেই টিলা।
এছাড়াও বিভিন্ন সময়ে কিছু ফুলের ছবি তুলেছি।
৮। টিউলিপ ফুল।
৯। ফুলের নাম জানিনা। লতার মত হয়। একটি লতায় অনেক ছোট ছোট ফুল ফুঁটে।
১০। শর্ষে ফুল।
১১। এটা অবশ্য ফুল না। গাছের ফল। পেকে শুকিয়ে গেলে বিচিগুলো ঝরে পড়ে।
একদিন গিয়েছিলাম একটা সমুদ্র সৈকতে। যদিও জাপানের সৈকত দেখলে কান্না আসে। এতো ছোট ছোট সমুদ্র সৈকত! জাপানের সৈকত কুঁড়ে ঘর হলে আমাদের কক্সবাজার হল রাজ প্রাসাদ। সেখানকার কিছু ছবি।
১২। মন্দিরের সামনে থেকে তোলা।
১৩। ব্রীজের নিচ থেকে তোলা।
১৪। সৈকতে মানুষ বেরাতে গেলে গাং চিল-দের জন্য খাবার নিয়ে যায়। খাবার উপরে ছুড়ে দিলে ওরা কাড়াকাড়ি করে খায়।
১৫। আহা। আমি যদি পাখির মত উড়তে পারতাম!!
১৬।
১৭।
বিভিন্ন সময়ে তোলা আরও কিছু ছবি।
১৮। কিয়োতোর গোল্ডেন ট্যাম্পল। জাপানের বিখ্যাত ট্যাম্পল গুলোর মঝ্যে একটি। লাল পাতার (অটাম) সময় তোলা।
১৯। জাপানের একটি গ্রামের রাস্তা।
২০। পাহাড়ের উপর থেকে লেকের ছবি।
২১। বাড়ির কাছের একটি ব্রীজ থেকে তোলা সূর্যাস্তের ছবি।
২২। মেঘের কোলে সূর্য মামা।
জীবন ধারণের জন্য মানুষকে অনেক কিছুই করতে হয়। সাকুরা ফুল ফোঁটার সময় বিভিন্ন পার্কে এরকম পেশার মানুষদের বেশি দেখা যায়।
২৩। একজন যাদুকর।
২৪। একজন বাদক। যন্ত্রের নাম জানিনা। কিন্তু সুরটা অনেকটা সেতারের মত।
২৫। জ্যাজ মিউজিক ব্যান্ডের সদস্য। ছোট গীটার বাজান।
২৬। একই ব্যান্ডের অপর এক সদস্য। বাঁশি বাদক।
ছবির স্টক ফুঁড়িয়ে গেল। আবার যখন জমবে তখন আবার দেখা হবে।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:১০