বার্ড ফটোগ্রাফি করার অন্য রকম একটি মজা আছে। আপনি চোখ ক্যামেরাতে রেখে একটি পাখির দিকে যখন তাক করবেন তখন পাখিটি অবশ্যই উড়ে যাবে অথবা গাছের এক ডাল থেকে অন্য ডালে এমন ভাবে লাফাবে যে আপনি কিছুতেই ছবি তুলতে পারবেন না। আপনি ক্লিকের পর ক্লিক করে যাবেন কিন্তু মন মত ছবি উঠবেই না। আমি বেশ কিছু পাখির ছবি তুলেছি। পাখির ছবি তুলার আরেকটি মজার অভিজ্ঞতা হল আপনি যখন একটি পাখিকে ক্যামেরা নিয়ে অনুসরণ করবেন তখন সেই পাখির আচরণ সম্পর্কে আপনি অনেক কিছুই জানতে পারবেন।
১। নামঃ মেজিরো (Japanese white eye)
পাখিগুলোর সাইজ খুবই ছোট, চরুই পাখির তুলোনায় এক সাইজ ছোট বলতে পারেন। এরা খুব ছটফট করে। এক ফুল থেকে অন্য ফুলে ঘুরে বেরায় এবং মধু খায়। চোখের চারদিকে সাদা রঙের একটি বৃত্ত থাকে বলেই মনে হয় এর নাম জাপানীজ হোয়াইট আই।
২। নামঃ Little egret (Heron)
সোজা বাংলায় এর নাম বক। প্রজাতিটি আকারে ছোট। লেকের পানিতে মাছ শিকার করছিল। ক্যামেরা দিয়ে যখন দেখছিলাম তখন অনেক জুম করেছিলাম। তখন একটা জিনিস খেয়াল করলাম। বকটি এক পা দিয়ে পানির নিচে হাতরাচ্ছিল। মানে আমরা যেমন পানিতে মাছ ধরার সময় হাত কাদা মাটিতে দিয়ে হাতরাতে থাকি মাছের জন্য। বকটি ঠিক সেরকম ভাবে এক পা দিয়ে কাদা মাটিতে হাতরাচ্ছিল আর যেই মাছটি উপরের দিকে সাতরে আসছে, ঠোঁট দিয়ে মাছটিকে শিকার করছিল।
৩। নামঃ Brown-eared Bulbul
বাংলায় আমরা মনে হয় বুলবুলি বলি। কারণ ইংলিশ নাম বুলবুল (নিজের ধারণা থেকে বললাম)। পাখিগুলো কিছুটা শান্ত প্রকৃতির। কিন্তু পানিতে গোলস করার সময় খুব মজা করছিল।
৪। নামঃ Oriental Turtle Dove
বাংলায় নাম হল ঘুঘু। প্রথমে আমি ভেবেছিলাম পাখিটি কবুতর। কিন্তু পরে ইন্টারনেটে দেখলাম এটা আসলে ঘুঘু পাখি। দেখতে এবং সাইজে পুরাই কবুতরের মত।
৫। নামঃ Japanese wood pigeon
আমাদের দেশের জালালি কবুতর। জাপানে প্রচুর কবুতর পাওয়া যায়। এখানে কাকের চেয়ে কবুতরের সংখ্যা মনে হয় বেশি। এরা একদম মানুষ ভয় পায়না। মানুষের খুব কাছে আসে। অনেকে অবশ্য এদের খাওয়া দেয় বলেই মনে হয় কাছে আসে।
৬। নামঃ Eurasian tree sparrow
চরুই পাখি। খুবই কমন একটা পাখি। এরাও কিন্তু মানুষকে অতটা ভয় পায়না জাপানে। খুব কাছ থেকে ছবি তোলা যায়।
৭। নামঃ king penguin
এই ছবিটি তুলেছিলাম চিড়িয়াখানায়। এদেরকে একটা ছোট সুইমিং পুলের মত করে রাখা হয়েছে। এবং এদের জন্য পাথর দিয়ে বাসা বানিয়ে দিয়েছে। সেখানে আবার একটা এসি থেকে ঠান্ডা বাতাস দেওয়া হচ্ছিল। আর সেই বাতাসে পেঙ্গুইনটি আরাম করে ঘুমাচ্ছিল।
** নামে কিছুটা ভুল থাকতে পারে। যেহেতু আমি পাখি খুব ভাল চিনিনা, ইন্টারনেট থেকে নামগুলো নিয়েছি। কেউ ভুল ধরতে পারলে মন্তব্যে লিখবেন। শুদ্ধ করে নিব।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১০