DSLR ক্যামেরায় আপনি যদি ছবি তুলতে চান তাহলে যে তিনটি বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে সেগুলো হল-Aperture, Shutter speed এবং ISO। এর আগের পোস্টগুলোতে Aperture এবং Shutter speed সম্পর্কে বলেছিলাম। এই পোস্টে ISO নিয়ে লিখলাম।
ISO (International Standards Organization) sensitivity:
ISO বলতে বোঝায় আপনার ক্যামেরার সেন্সর-এর সংবেদনশীলতা। এর মান ১০০, ২০০, ৪০০, ৮০০, ১৬০০, ৩২০০, ৬৪০০ এভাবে বাড়তে থাকে। ক্যামেরার সেন্সর ISO 100-এ যতটুকু সংবেদনশীল, ISO 200 এ তার থেকে দ্বীগুণ সংবেদনশীল। একই ভাবে ISO 400, ISO 200 থেকে দ্বীগুণ সংবেদনশীল অর্থাৎ ISO 100 থেকে চারগুণ বেশি সংবেদনশীল। সুতরাং ক্যামেরার ISO যত বাড়বে, ছবির exposure তত বেশি হবে। নীচের ছবিগুলো আমি বিভিন্ন ISO তে তুলেছি। কিন্তু এ ক্ষেত্রে Aperture (f/4.8) এবং Shutter speed (1/6s) একই রেখেছি।
আপনি কখন কোন ISO তে ছবি তুলবেন তা নির্ভর করে আলোর উপর। পর্যাপ্ত আলো থাকলে ISO 100 এ ছবি তুলতে হবে। আলো যত কমতে থাকবে ক্যামেরার সেন্সরের সংবেদনশীলতা তত বাড়াতে হবে অর্থাৎ ISO তত বাড়াতে হবে।
এছাড়াও ISO বাড়াতে থাকলে একই exposure রাখার জন্য আপনাকে Shutter speed কমাতে হবে। যদি কোন ছবি তুলতে ISO 100 এ ১ সেকেন্ড সময় লাগে তবে ISO যত বাড়বে Shutter speed তত কমবে।
ISO 100 – 1 sec
ISO 200 – 1/2 sec
ISO 400 – 1/4 sec
ISO 800 – 1/8 sec
ISO 1600 – 1/16 sec
ISO 3200 – 1/32 sec
ISO 6400 – 1/64 sec
তবে আপনাকে খুব সাবধাণতার সাথে ISO বাড়াতে হবে। কারণ ISO যত বাড়াবেন আপনার ছবির Noise তত বাড়বে। সুতরাং যতটুকু সম্ভব কম ISO তে ছবি তোলা উচিৎ। নিচের ছবিতে ISO বাড়ানোর সাথে সাথে ছবির Noise ও বেড়েছে।
যদিও ISO ব্যবহারের কোন নির্দিষ্ট নিয়ম নেই তবুও নীচের অবস্থাগুলোর উপর নির্ভর করে আপনার ক্যামেরার ISO ঠিক করে নিতে পারেন।
ISO 100 -200: বাড়ির বাইরে, পর্যাপ্ত সূর্যের আলোতে, হালকা মেঘলা আলোতে।
ISO 200 -400: বাড়ির ভিতরে, বিয়ে বাড়িতে, সভা সমিতিতে।
ISO 400 -800: বাড়ির ভিতরে, যেখানে সরাসরি সূর্যের আলো আসে না।
ISO 800 -1600: কোন ইভেন্টে যেমন কনসার্ট, মঞ্চনাটক, যেখানে ক্যামেরার ফ্ল্যাশ ব্যবহারের অনুমতি নেই।
ISO 1600 -3200: কোন ইভেন্টে যেমন কনসার্ট, মঞ্চনাটক, যেখানে ক্যামেরার ফ্ল্যাশ ব্যবহারের অনুমতি নেই কিন্তু আপনার high shutter speed লাগবে।
ISO 3200 -up: একদম কম আলোতে। যেমন আপনি যদি তারার ছবি, Milky way-এর ছবি তুলতে চান। (আমি এখনো Milky way এর ছবি তুলি নাই। সময় সুযোগের অপেক্ষায় আছি)।
এবার নিশ্চয়ই Aperture, Shutter speed এবং ISO সম্পর্কে আপনার প্রাথমিক একটি ধারণা হয়েছে। এই তিনটি উপাদানের সঠিক সমন্বয়েই আপনি ভাল exposure-এর ছবি তুলতে পারবেন। DSLR ক্যামেরার M (manual) mode এ Aperture, Shutter speed এবং ISO আপনার ইচ্ছে মত সমন্বয় করে ছবি তুলুন আর আজ থেকে আপনি হয়ে যান একজন শখের ফটোগ্রাফার ।
নিচের ছবিটি আমি গুগল থেকে নিয়েছি। যেখানে এই তিনটি বিষয়কে খুব সুন্দর করে একটি ছবিতে প্রকাশ করা হয়েছে।
এই পর্বটি খুব সাদামাটা হয়ে গেল। তাই আমার কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে সেয়ার করলাম। সাথে আর বর্ণনা দিলাম না। শুধু ক্যামেরার এই তিনটি উপাদানের পরিমান লিখে দিলাম।
১। A:f/7.1, SS:1/20sec, ISO:100
২। A:f/22, SS:1sec, ISO:100
৩। A:f/9, SS:1/400sec, ISO:100
৪। A:f/8, SS:1/160sec, ISO:100
৫। A:f/8, SS:1/250sec, ISO:100
৬। A:f/6.3, SS:1/800sec, ISO:100
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ বিকাল ৩:১৬