দরোজা ঠেলে ভেতরে এলাম,
দেখলাম তিনি শুয়ে আছেন
বিরাশি বয়সের দাড়িগুলো শরতের রঙ ধরেছে
পরনে সাদা গেঞ্জি আর সাদা চেক লুঙ্গি।
পাশে বসলাম,
বললাম কেমন বোধ করছেন এখন!
তিনি হাসলেন
বললেন - অবশেষে এলে!
চলো বাহিরটায় ঘুড়ে আসি একটু।
: আপনাকে যখন দেখতে চাইলাম
তখন আপনি ইবনে সিনার আই সি ইউ তে
নিজাম ভাইয়ের কাছে জানলাম।
তারপর আর দেখা হয়নি।
: দেখেছো কেমন মায়াবী জোছনা ফুটেছে!
দুধ ভরা চাঁদের বাটি যেনো উল্টে গেছে।
ইচ্ছে করছে নেচে গেয়ে রাত পাড় করি।
: কোন আনন্দে এতো খুশি কবি!
: বিজয়ের আনন্দে বুঝলে বিজয়ের আনন্দে।
: কিশের বিজয়!
: জিবনের বিজয়।
: আপনি সাহসী ছিলেন বলে জীবনকে জয় করতে পেরেছেন
সাহসের কি চমৎকার উপমা আপনি দিয়েছেন -
সাহস হলো বিদ্যুত চমকের মতো
বিপদ আর মানুষের অসহায়তার উপর দিয়ে
যা হৃদয়ের ভেতর সঞ্চারিত হয়।
কিঙবা ঈমানের উপমা হলো সাহস।
আল্লাহর পথে হাঁটতে গিয়ে অনেকেই....
: শোন কবি! বিশ্বাসকে শক্ত করে আঁকড়ে থাকতে হয়।
তারপর একটি বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া খালের উপর
বাঁশের সাঁকো পাড় হতেই -
আল্লাহু আকবার আল্লাহু আকবার...
চকিতে বিছানায় উঠে বসলাম
আজ মুয়াজ্জিনের কন্ঠ আরো মোহনীয় শোনালো।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪