বশেখ মানেই
বশেখ মানেই ঝড় বুঝ আর
খুঁজে বেড়াও আমের বন
আমি কিছু বলার আগেই
ভাবো দেখি কিছুখখন,
পেলে কিছু খুঁজে?
এলো কিছু বুঝে?
শোন!
কাল বশেখি
প্রবল বেগে চলা শেখায়
সত্য কথা
বুক ফুলিয়ে বলা শেখায়
আরো শেখায়
শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা
মনের ভেতর
দূর্বলতা যায়না রাখা।
যেনো!
টিকে থাকে সাহসী -
শক্ত হয়ে দাঁড়ায় যে।
ঝরে যায় কাপুরুষ -
আস্তাকুঁড়ে হারায় সে। বাকিটুকু পড়ুন