হাল ছেড়ো না!
মিষ্টি পানির নহর মিলে যেতে পারে
আর কিছুদূর পরেই
এক পা দু’পা করেই
পাথুরে পথ ধরেই
রুক্ষ মরুর পরেই
পৌঁছুতে পারো শীতল তরুর ছায়ায়
আশা ভেঙ্গো না!
তোমার হাতেই গড়া হতে পারে অনিন্দ সেই মিম্বর
তোমার মনের সকল শক্তি নিয়ে
হৃদয়ের যতো প্রেম মমতা দিয়ে
না হয় কোন কাঠ-কারিগর হয়ে
বিপুল ধৈর্য্যে কষ্ট - ক্লান্তি সয়ে
গড়ে তোলো ঠিক তেমনি কোনো অনবদ্য এক শিল্প
কে জানে যে কোন সালাদিন তোমার শিল্প দেখে
কোলাহল ভেঙে ছুটবে আবার জেরুসালেমের দিকে
তুমিও তোমার পথেই চলো তোমার নিশানা ধরে
তুমিও তোমার কাজেই ছোটো আকাশ কুসুম ছেড়ে।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৩