সহস্র গ্রহের কক্ষপথে আবর্তন করে একটি নক্ষত্র
গ্রহেরা নির্বিঘ্নে ঘুমায়
নক্ষত্রের চোখে ঘুম নেই
এভাবে আবর্তিত হতে হতেই
সময়ের আকাশ গলে বেরিয়ে যায় সে নক্ষত্র
শতাব্দীরা পাড় হয়ে যায় চৌদ্দ বা তার কিছু কম
অথচ এই সুদীর্ঘ সময়ের আকাশে
সে নক্ষত্র আর ফিরে আসে না
দুনিয়ার আকাশে সূর্য আসে
আলো দেয় পৃথিবী হাসে
কিন্তু সময়ের আকাশ আঁধারেই থেকে যায়
ফিরে এসো হে দ্বিতীয় প্রতিনিধি!
ফিরে এসো নীতি আর সাহস নিয়ে
অকৃত্রিম দরদ আর ভালোবাসা নিয়ে
আজকের আকাশ তোমার প্রতীক্ষায় রাত্রি জাগে।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৫