মানুষ মরে নাতো যেনো কীটপতঙ্গ মরে
রক্ত ঝরে নাতো যেনো ঝর্ণাধারা ঝরে
আকাশ কালো করে যেনো বৃষ্টি-বাদল নামে
কোথায় বৃষ্টি অশ্রু নামে সাগর হলো জমে।
কেউ কখনো মৃত্যু এমন দেখেছে কি আগে?
এসব দেখে তোমার মনে আঘাত কিছু লাগে?
তোমার হৃদয় কোমল নাকি শুকনো মরুর ধূ ধূ?
তোমারও মন কাঁদে নাকি দেখেই চলে শুধু?
চনমনিয়ে ওঠে নাকি তোমার বুকের বামে?
তবু যদি নাইবা জাগে তোমার মনের কলি
তোমার সে মন সুস্থ আছে কেমন করে বলি?
তবু যদি কন্ঠ তোমার কলম তোমার তবু
মজলুমানের পক্ষে কথা নাইবা বলে কভু
কেমনে তোমায় মানুষ বলি তোমার কাজে-কামে?
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১২