১। কোন জায়গায় বাঘ, মাছ, ফুল, প্রজাপতি, পাখি বলতে গেলে সব কিছুই কথা বলতে পারে??
২। ৮ টা শূন্য ব্যবহার করে কিভাবে ১২৬ বানাবেন??
৩। ১৯৭৮ সালের ৬ মে ১২ টা ৩৪ মিনিটে একটি অভূতপূর্ব ব্যপার ঘটেছিল। সেটা কী!?
৪। এক বিড়ালের তিনটা বাচ্চাঃ জানুয়ারি, মে, জুন। তাদের মায়ের নাম কী।?
৫। এটা সবার পারা উচিত। ক্রিকেট খেলা চলছে। মমিনুল আর সাকিব দুই ব্যাটসম্যানেরই ৯৪ রান। জিততে হলে তিন বলে লাগবে সাত রান। কিন্তু কিভাবে দুই জনের ই সেঞ্চুরি হবে??
৬। গাধার পিছে গাধা। তার পরে আমি। আমার পিছনে পুরো জাতি। এটি একটি খুন। ব্যাখ্যা করুন।
৭। ১১ এর সাথে দুই যোগ করে কিভাবে এক পাওয়া যায়?
৮। বদু মিয়া ২ মিটার লম্বা একটা দড়িতে ছাগল বেঁধে বাজারে গেল। এসে দেখে ওইটা ৩ মিটার দূরে ঘাস খায়। ক্যামনে??
৯। এক শব্দে শূন্যস্থান পূরণ করুনঃ মতিন হারুনের ছেলে। তাহলে হারুন মতিনের বাবার ________।
১০। আমার ড্রয়ারে ২৬ টা কাল মৌজা, ১৩ টা নীল মৌজা, ১৪ টা সাদা মৌজা, আর ১৭ টা লাল মৌজা আছে। কারেন্ট নাই। অন্ধকারে এক টাইপের মৌজা পাইতে ড্রয়ার থেকে সর্বনিম্ন কয়টা নিমু??
১১। কোন সংখ্যা সেটা যা থেকে ৪ বিয়োগ করলেও যা আবার তাকে ৪ দিয়ে ভাগ করলেও তা?
১২। আমি টি দিয়ে শুরু আমি টি দিয়ে শেষ আর আমি টি দিয়ে ভরা। আমি কে??
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:০০