সমুদ্র নিয়ে আপনাদের কৌতুহল দেখে পোস্ট দিতে ভালো লাগে। ল্যাপটপে হাই রেজুলেশন এর কিছু ছবি পেলাম। কম্প্রেস করে পোস্ট করছি। আশা করছি ভালো লাগবে আপনাদের।
ডলফিনের সাথে সমুদ্রচারীদের যেন বন্ধুত্ব। গভীর সমুদ্রে জাহাজের গতির সাথে পাল্লা দিয়ে ছুটে বেড়ায়। কিন্তু ছবি তোলার জন্য খুব কম সময়ই দেয়। একটা গল্প শুনেছিলাম যে অনেক আগে প্রশান্ত মহাসাগরে ডুবে যাওয়া এক জাহাজের কয়েকজন নাবিককে নাকি এরা ভাসিয়ে ভাসিয়ে কাছের কোন এক দ্বীপে নিয়ে যায় যেখান থেকে তারা পরে উদ্ধার পায়। সত্য মিথ্যা জানি না। কিন্তু বেশ ভালই লাগে তাদের ডিগবাজি দেখতে।
মেঘের পাহাড়। সন্ধ্যা বেলায় ন্যাভিগেশনের সময় মাঝে মাঝে ছোট ছোট মেঘ দেখে দ্বীপ ভেবে ভুল হয়। স্রস্টা যে কত যত্ন করে পৃথিবীটা বানিয়েছেন না দেখলে সত্যি বিশ্বাস করা কঠিন।
দিনের আলোতে তুলোর মত মেঘ। অদ্ভুত সুন্দর।
সূর্যটা ফিরছে ঘরে। ক্লান্ত দিন সাঙ্গ করে। একটু জিরোনো চাই। দিগন্ত দিচ্ছে ঠাই।
ঘোড়ার ডিমের ব্যস্ততা আপনার। কয়দিন এমন একটা সূর্যাস্ত বউকে বা প্রিয়জনকে নিয়ে দেখেন না বলেন তো। যান ডেকে আনেন।
দুটো মাছ ধরার নৌকা। সম্ভবত বাড়ি ফিরছে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ। মায়ানমারে। কাঠ লোড করছে। আমাদের জাহাজ গুলোর নাম অনেক সুন্দর। আপনি কয়টার নাম জানেন?
বাংলার মণি, বাংলার কল্লোল, বাংলার শিখা, বাংলার জ্যোতি, বাংলার সৌরভ, বাংলার গৌরব, বাংলার দূত, বাংলার মুখ, বাংলার রবি, বাংলার কাকলী, বাংলার মায়া, বাংলার মমতা।
এখন এই ১২ টাই আছে। আমাদের ৩৩ টা জাহাজ ছিল একটা সময়। কোম্পানিটার জন্য খুব খারাপ লাগে। চাইলে এটাকে অনেক লাভজনক একটা কোম্পানি বানানো যায়। অনেক ইন এন্ড আউট ব্যাপার আছে এখানে। আর না বললাম।
মায়ানমারের প্যাগোডা। সিংহগুলা মনে হয় ওদের জাতীয় প্রতীক। ওদের মুদ্রা বিভিন্ন স্থানেই এই সিংহমূর্তি চোখে পড়ে।
আপনার কি কোন গাড়ি পছন্দ হচ্ছে এখান থেকে??
ওকে। আরো কাছ থেকে দেখুন।
এবার দেখুন গাড়ি গুলো কীভাবে ডিসচার্জ করা হচ্ছে। কার ক্যারিয়ার। বিশেষায়িত জাহাজ। আমরা রো রো শিপ বলি। এই শিপ গুলার ধরন সম্পূর্ণ আলাদা।
আজ এ পর্যন্তই থাক। ভালো থাকুন সবাই। আর জানাবেন কোন ছবি গুলো ভালো লাগলো।
আগে পোস্ট করা অন্য ছবিব্লগ গুলোঃ
সমুদ্রবাড়ি
সমুদ্রবাড়ি (ছবিব্লগ)
সমুদ্র নিয়ে লেখা অন্য ব্লগ গুলোঃ
সমুদ্র জীবনের গল্প (ভাষা বিভ্রাট)
সমুদ্র জীবনের গল্প (ভাষাবিভ্রাট)-২
সমুদ্র জীবনের গল্প (কেউ আমাদের বুঝে না!!)
সমুদ্র জীবনের গল্প (কেউ আমাদের বুঝে না)-২
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২০