কবিতা হয় প্রেমের
কবিতা হয় ভালবাসার
কবিতা হয় কষ্টের
কবিতায় আসে দেশপ্রেম।
কবির স্বপ্ন ফুটে ওঠে কবিতায়
মানুষের ব্যকুলতা জাগায় কবিতা; আবার
আশার আলো ও দেখায় এই কবিতা।
বুকের তোলপাড়, অস্হিরতার অবসান কবিতায়
লেখায় কিংবা পড়ায়; কবিতা
কখনও শ্লোগানে মুখরিত কিংবা দেয়ালিকায়
শরীরে রক্তের নাচন,
অথবা প্রনয়ের দোলা ।
একটা কবিতা লিখতে চাই; যা হবে
অন্তঃসার শুন্য নয়, বলিষ্ঠ।
রাজাকারদের জন্য বজ্র হুংকার,
যুদ্ধে সন্তান হারানো মায়ের সান্তনা।
যা হবে ভালবাসার পরিপূর্ন রুপ।