বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক থেকে প্রকাশিত হল উবুন্টু সহায়িকা।
সহায়িকাট ডাউনলোড করা যাবে
Click This Link
এই অ্যাডড্রেস থেকে।
উবুন্টু বর্তমান বিশ্বে সবচে জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলোর মধ্যে অন্যতম। বাইরের বিশ্বের মত আমাদের দেশেও লিনাক্স ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে।আমাদের দেশে ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহারকারী বৃদ্ধির ক্ষেত্রে অনেক বড় একটা কারণ হচ্ছে, বাংলা ভাষায় ওপেনসোর্স এর পর্যাপ্ত রিসোর্স এর অভাব।আমরা বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক চেষ্টা করছি এ সমস্যাগুলো নিরসন করার। তারই পদক্ষেপ হিসেবে এবছর আমরা ওপেন অফিস এর একটি বাংলা ম্যানুয়াল প্রকাশ করেছি যা আমাদের ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে। উবুন্টুর জন্য আমরা একটি সহায়িকা বের করা শুরু করেছিলাম 7.04 থেকে। তারই ধারাবাহিকতাস্বরূপ এ সংস্করণ। আমরা প্রাধান্য দিয়েছি সাধারণ ব্যবহারকারীর প্রয়োজনগুলোকে, কারণ আমরা চাই লিনাক্স এদেশের আমজনতার কাছে পৌছে যাক। এ সংস্করণে জিম্প এর বেশ ভালো একটা অধ্যায় যুক্ত করা হয়েছে। ইন্টারনেট কানেকশনে যুক্ত হয়েছে নতুন কিছু ভুক্তি। উবুন্টুর ভবিষ্যৎ ডেস্কটপ এনভায়রনমেন্ট জিনোম শেল নিয়েও আলোচনা করা হয়েছে। সফটওয়্যার ইনস্টলেশনের অধ্যায়ও আমরা কিছু পরিবর্তন করেছি।
আমাদের সমস্ত কাজে সহায়তা করেছে বাংলদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। আশা করছি উবুন্টুর পরবর্তী সংস্করণের জন্য আমরা আরও সমৃদ্ধ একটি সহায়িকা আপনাদের সামনে উপস্থাপন করতে পারব।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৬