কিছু লুকানো প্রশ্ন:
১. সরকার দলীয় রা বলতেছেন যুবলীগ
কর্মী রানা আর ভবনের মালিক রানা এক নয়।
গতকাল ইন্ডিপেন্ডেন্ট টিভিতে এক সরকার দলের
বক্তা টকশো তে ওপেন চ্যালেঞ্জ দিছেন!
তাহলে আমার প্রশ্ন, পোস্টারে ছাপানো যুবলীগ
কর্মী রানা বাইর হয়ে এসে বলেনা কেন
যে তিনি ভবনের মালিক নন?
২. ধরে নিলাম আসলেই তারা আলাদা রানা।
তাহলে যুবলীগ কর্মী রানার বিরুদ্ধে দেশের
পত্রিকা, চ্যানেল আর অনলাইন এক্টিভিস্ট
রা যে গুজব(!) ছড়াচ্ছে, লীগ কর্মী তাও বাইর
হইয়া আসেনা কেনো? আমাদের
বিরুদ্ধে মানহানি মামলা করানা কেন?
৩. সরকার বিমান বন্ধুর থেকে জিয়ার নাম
মুছতে ১২০০ কোটি টাকা অতিরিক্ত খরচ করে,
সোনালী ব্যাংকের চার হাজার কোটি টাকা যদিটাকাই
না হয়, তাহলে অক্সিজেন, পানি,কাপড় এর জন্য
জনগণের কাছে হাত পাতে কেন?
৪. ধাক্কা দিয়ে ফাটল ধরা ভবন
ফেলে দিতে পারলে সিটি কর্পোরেশন পুরাতন ভবন
ভাঙতে বেহুদা টাকা খরচকরে কেন?
৫. যুদ্ধ বিমান কিনতে কোটি টাকা খরচ করি,
কিন্তু সাভার ইস্যুতে এতো কিপটামি কেন?
৬. কোথায় সেসব তথাকথিত দেশপ্রেমিকঅপারেটর
কোম্পানি?
৭. সাধারণ মানুষ যদি অক্সিজেন সরবরাহ
না করে তাহলে হতভাগ্য মানুষ
গুলা কি এইভাবে মারা যাবে??
এইসব প্রশ্ন কাকে করলাম? জবাব কে দেবে?
কারা মায়ের কোলে ছেলে ফিরিয়ে দিবে?
কারা বিঁধবার কাছে স্বামী ফিরিয়ে দিবে? এই
রক্তের দায় কে নিবে? পানির দামে রক্ত ঝরার
উৎসবে আর কত লাশের মিছিল যোগ হবে? ইতিহাস
থেকে কবে আমরা শিক্ষানিবো?
কবে আমরা বুঝতে শিখবো? কবে দলীয়
চিন্তাধারার গোলক ধাঁধা থেকে বেরিয়ে এসে সবাই
হাতে হাত রাখবে যা দেখেছিলাম ৪২ বছর আগে?
অপেক্ষার নিরসন কখন হবে? আর কত
খুব্লে যাওয়া হাত দেখতে হবে? আর কত চোখের
জলে সাগর হবে? আর কত? প্রশ্ন থেকে গেল
সময়ের কাছে, বিবেকের কাছে, মানবতার কাছে; এক
অঘূর্নায়মান ইলেকট্রনের.....