মৃত্যুর প্রয়োজনে বেড়ে উঠছি
তাই তোমাকে পেলাম;
এই উৎসবের কালে যারা যেতে চায়— যাক
আমি মূলত উপভোগ করি বিষণ্ণতা,
যদিও তুমি তাকালে আজও নিজেকে মাদকাসক্ত মনে হয়।
তোমার কণ্ঠস্বর;
তাই নিয়ে হেটে আসি পৃথিবীর পথ
হেটে আসি কঠিন-কোমল সময়, আবৃত্তি করে যাই চোখের ভেতর।
রাখি গ্রাম্য মেয়ের চোখে—
চোখ ভরা সারল্যতা।
রেখে দেই গণিকার ঠোঁটে—
ঠোঁট ভরা মৃত্যু লেখা।
রেখে দিলে মহাকালে
শুন্য ভরা শুন্যতা আর শুন্য অতঃপর।
প্রেমিকার আত্মা নিয়ে পালিয়েছে এক অসংলগ্ন মাতাল
সে যাক- আঙুলের বিস্ময়ে
তুমি বরং লিখে রাখো মুগ্ধতার নাম।
গোপন অসুখের মতো আমরা লুকিয়ে রাখি প্রেম এবং দুঃখসকল
যদিও রমণীর বিষণ্ণ ঠোঁট আমি চিনি
প্রার্থনারত—
চিরকাল কারণ হয়ে ওঠে
এক সুশীল সন্যাসীর মৌনব্রত ভেঙে দেবার।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪২