গ্রাম বাংলার পথ গুলো সাধারণত গ্রামের
ভিতর দিয়ে আকাবাকা হয়ে গ্রামের গ্রাম
বেয়ে চলে গেছে। যা দিয়ে গ্রাম বাংলার
মানুষ চলাচল করে। ক্লান্ত হলেই পাশে গাছের
ছায়া গিয়ে বিশ্রাম নেয়। যার ফলে মানুষ
বৃষ্টি দিনে পিচ্ছিল হওয়া রাস্তা দিয়ে
হাটতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখিন হয়। তা
সত্ত্বেও মানুষের অন্য কোন উপায় থাকে না।
কিন্তু গ্রামের মানুষের কাছে এতটাই প্রিয় এই
রাস্তাগুলোর পাশ দিয়ে চলতে গিয়ে চোখে
পড়ে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য।এর মধ্য সবচেয়ে ভাল লাগে গ্রামের মাঠির রাস্তা দিয়ে হেটে যাওয়া স্কুল ছাএ ছাত্রি কলেজে পড়ার সময় পড়ছি শোধামিনি মালর গল্প যেখানে ম্রিত্নুয় জয় গ্রামে পড়ার সময় কত মানুশের গাছের ফল ফুল সাবার করেছে পড়ার নামে দুস্টামি টাই ভাল করত গ্রামের পরিবেশ আবহাওয়া মনোরম চিনারি কথই না সুন্দর মনোরম কিন্তু তার মধ্যা কিছু কিছু বিষয় আছে গ্রামের পরিবেশ টা নস্ট করে ফেলছে সেই অন্ধকার যোগে নিয়ে ছলে তার মধ্য একটা কারন হল ভিলিজ পলিটিক্স গ্রাম্য রাজনিতি অনেক ক্ষেত্রে দেখা যায় শেখানে সঠিক কথার কোন মুল্য দেওয়া হই না, কিছু হলে বংশ গত ভাবে লেগে পড়ে লাটি সোটা কুচ বল্লম নিয়ে অন্ধকার যোগের মত কোন কিছু হলে চলে শালিশের নামে অত্যাচার এখন এমন অবস্তা দাঁড়িয়েছে যাদের কিছু টাকা তাদের পাল্লা টায় ভাড়ি কারন গ্রামের সরদার নামের কিছু লোক আছে তারা বেসির ভাগ সময় তাদের পক্ষ নিয়ে থাকে হইতো কোন এক দিন বর্বরতা যোগের ভিলিজ পলিটিক্স নামের রাজনীতি এবং কুসংস্কার টা শেষ হবে যখন ঘরেঘরে শিক্ষার হার বাড়বে প্রতিবাদি হবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষিত সমাজ গড়বে তখনি তা সম্ভব হবে
* মাসুদ রানা*
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৬