অনেকদিন পর মুসা ইব্রাহিম কে নিয়ে ব্লগ গরম। বিষয় হলো গতকাল মুসা ইব্রাহিম এর সার্টিফিকেট সংক্রান্ত জালিয়াতি নিয়ে আমি একটি পোস্ট দিয়েছিলাম। আজকে সিমু নাসের সার্টিফিকেট আপলোড করেছেন।
আশীফ এন্তাজ রবি এবং সিমু নাসের সাহেব কেউই হয়তো আপনারা আমার পোস্টের মূল বক্তব্য ধরতে পারেন নি, অথবা পড়েনই নি! তাই আবার লেখা!
আমিও মনে প্রাণে চাই (আমার চৌদ্দ পুরুষে কেউ মাউন্টেইনিং এ যায় নি সুতরাং আমাকে প্রতিপক্ষ ভাববেন না) মুসা তথ্য প্রমান দিয়ে আমাদের কে সকল প্রকার সংশয় থেকে মুক্তি দিক। আপনাদের ভালো রেজুলেশন এর ছবির অপেক্ষায় থাকলাম। তবে দয়া করে এই পোস্টগুলো বা ছবি সরাবেন না।
এবার মূলকথায়- আপনি কি আমার লেখাটা পড়েছিলেন? যদি পড়ে থাকেন তাহলে জানবেন-- আমার লেখায় মুসা পেয়েছে কি পায় নি সেটার চাইতেও বড় প্রশ্ন যা ছিল তা ধরতে পারতেন- ২৭ মে'র ডেইলি ষ্টার, বিডি নিউজ এবং অন্যান্য পত্রিকা মারফত আমরা জানতে পারি-(Click This Link)
"This is to certify that on 23 May, 6:50 am, Md Musa Ibrahim climbed the peak of Everest, Chomolungma of Mount Everest" is written on Musa's certificate.
এবার ইনভার্টেড কমা'র ভিতরের লাইনগুলো দেখুন- এভাবে ইনভার্টেড কমা দেয়ার মানে নিশ্চয়ই জানেন(?)- এর মানে হলো সার্টিফিকেটে কি লেখা হয়েছে তা হুবুহু তুলে আনা। এবার আপনার আপলোডকৃত ছবিটা দেখুন--কি লেখা আছে?
"This is to certify that on 23 May, 6:50 am, The Md Musa Ibrahim Bangladesh has reached the altitude of 8848m above sea level on an expedition to peak Everest Chomolungma of Mount Everest" is written on Musa's certificate."
এবার মিলিয়ে দেখুন। অমিল গুলো বোল্ড এবং আন্ডারলাইন্ড করে দেয়া আছে। হুম বলতে পারেন, নেপাল থেকে কেউ একজন পড়ে শুনিয়েছে ফোনে (সব পত্রিকাকে) তাই ভুল হয়েছে। হুম পড়ে শোনালে ভুল হতেই পারে। কিন্তু একটি বাক্য এতগুলো ভুল! তাও আবার সবগুলো পত্রিকায়!
অবোধ মনে তাই প্রশ্ন জাগে ডেইলি স্টার এর প্রকাশিত সার্টিফিকেট টি কই!!
আর হিমু সাহেবের যুক্তিগুলো যারা দেখছেন সবার কাছেই যুক্তিযুক্ত মনে হচ্ছে! আপনাদের কাছে যদি ভুল বলে মনে হয় আপনারা ওখানে গিয়েই যুক্তি খন্ডনের চেষ্টা করুন না! অথবা যুক্তিগুল খন্ডন করে লেখা দিন যে কোনো জায়গায়! হতে পারে এই ব্লগেও।
আপনাদের প্রতি অনুরোধ উত্তেজিত হয়ে নয় প্রয়োজনে আরো সময় নিয়ে গুছিয়ে আপনাদের এভিডেন্সগুলো মানুষের সামনে তুলে ধরুন-
Extraordinary claims require extraordinary evidence. — (Carl Sagan)
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৩:০১