রোহিঙ্গাদের প্রতি পূর্ন সমর্থন ও সহানুভুতি জানিয়ে সরকার, মিডিয়া এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আবেদন -
১। মুসলিম-মুসলিম না চেচিয়ে এটাকে "রাখাইন ক্রাইসিস" হিসেবে ট্রিট এবং প্রচার করুন।
২। রোহিংগাদের সমর্থনে টুপিওয়ালাদের মিছিল ইত্যাদি নিয়ন্ত্রনে রাখুন, নাহলে তা হিতে বিপরীত হতে পারে।
৩। আওয়ামীলীগ, বিএনপি ইত্যাদি সকল দলীয় লোকেদের ত্রান তৎপরতা থেকে দূরে রেখে রাষ্ট্রীয় প্রশাসন, বর্ডার গার্ড, সেনাবাহিনী, ইউএনএইচসিআর, রেডক্রস, রেডক্রিসেন্ট ইত্যাদির সমন্বয়ে ত্রান তৎপরতা পরিচালনা করুন।
৪। রোহিঙ্গাদের সহায়তা করতে ইচ্ছুক ব্যক্তি/সংগঠনের অনুদান কেন্দ্রীয়ভাবে সংগ্রহ করে সঠিক সমন্বয়ের মাধ্যমে বিতরন করুন।
৫। যথাযথ তালিকা প্রস্তুত করে, আসছে শীতকালকে মাথায় রেখে চাহিদাপত্র তৈরী করে জনগন এবং বিশ্ববাসীকে জানান।
৬। পালিয়ে আসা রোহিঙ্গাদের নির্দিষ্ট শরনার্থী ক্যাম্প এলাকায় আটকে রাখা নিশ্চিত করুন এবং সাধারন বাংলাদেশীদের শরনার্থী এলাকায় যখন তখন প্রবেশ নিষিদ্ধ করুন।
৭। রোহিঙ্গাদের মধ্য থেকেই বাছাই করে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরী করে প্রয়োজনীয় অবকাঠামো তৈরী এবং ত্রান বিতরনসহ শৃংখলা রক্ষার কাজে তাদেরকে ব্যবহার করুন।
৮। প্যাকেট খাবার আর মিনারেল ওয়াটার ফ্যাশন বাদ দিয়ে ছোট ছোট লংগর প্রতিষ্ঠা করে বেচে থাকার মত খাবার সরবরাহ করুন।
৯। সর্বোপরি অতি সত্বর রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরত পাঠাতে মিয়ানমারের উপর কূটনৈতিক চাপ অব্যাহত রাখুন।