ইদানিং আর সিনেমা দেখি না; পাক্কা সাড়ে তিন সাল হবে গুনে গুনে
তাহলে কল্পনা-আল্পনায় আঁকা মডেল কিংবা নায়িকার সাথে সাক্ষাৎ?
সে-তো হয় রাত-ভোরে মোবাইল, গুগল, ট্যাবে কিংবা ঝকঝকে পিসিতে।
শুধু কি তাই? চাইলে মনের হাউস মিটাই সিনেমার পর্দার চেয়েও
ঢের ঢের বেশি নীল-হলুদ এইচডি টাচ মোবাইলের লক মারা গুদামে।
এই তো গত তিনদিন আগে ইমোতে দেখা সুইটির সাথে, রাত্রি দুপুরে
সরাসরি। কি ফ্যাশন রে বাবা! সেকি চিকনা ফিগার! একদম খোলামেলা;
গভীর চাহনী, পাতলা ঠোঁট, সুরেলা কণ্ঠ, বাঁশির নাসিকা, ঘন কালো চুল?
এগুলো দেখার সময়, আগ্রহ একদম নেই। ধৈর্য; চুলোয় গেছে, ক-বে!
ডাইরেক্ট চাঁদেরদেশে, গোয়েন্দা ক্যামেরার লেন্স ঘুরেছে ২৪/৭ বিরতিহীন।
পাক্কা দুই দিন থেকে ঘোরের মধ্যে আছি একদম নেশা ধরা, আত্মহারা
ফুটপাতের সবচেয়ে চকচকে ফরাসি সেন্টের মৌ মৌ গন্ধমাখা গে-রা-নে।
বাতচিত; উচিৎ-অনুচিৎ! অনেক হয়েছে বলেছি-শুনেছি ভোরকে সন্ধা করে;
কি চমৎকার বাংলা বলে; একদম কম্পুটারের কার্টুনের মত নেশা ধরা মুডে
ইংলিশ-বাংলিশের ছড়াছড়ি; বেবি-হাবি, জানু-মনু স-ব, কী নেই তাতে?
মনে হয় সে মেরিকায় জন্ম নেওয়া বাংলার প্রফেসর, জন্ম-টন্ম-কর্ম ওখানে।
ভূমিকা থেকে উপসংহার প্রথম দিনেই শেষ; ইশারা-ইঙ্গিত সহ, খোলাখুলি।
চাষ-বাসের বিষয়টিও বাদ রাখিনি বুঝাতে, রাখঢাক করিনি খুব একটা;
এবার কিন্তু দেখা হওয়ার পালা; তি-ন-দি-ন কাটলো শুধুই ফাও, আর কত?
দু'জনেই একই শহরের হাওয়ায় বেড়ে উঠা ক্রিকেট বোদ্ধা, অভিজ্ঞতা টাসা।
দু'জনেই ইন্টারে পড়া আধুনিক মন-প্যাশনের বৈঠাওয়ালা; স্বাধীন মৌমাছি।
শুধু ডিসিশন নিতে হবে; ক্লাসের ফাঁকে, টিউশনির আড়ালে নাকি?........
সময়-সুযোগে কোথায়? কখন? কবে? তবে এটা অবশ্য কোন ব্যাপার না;
কোন পার্ক, লেক কিংবা সস্তা রেস্তোরায়; নাকি পাল তোলা নৌকায়?
বড্ড সেকেলে-ওল্ড ফ্যাশন এগুলো। মোবাইলের স্ক্রিনের সাদৃশ্য চরম
টাচা-টাচির জামানা বলে কথা! শুকনো চিড়ায় হার্টের পীড়া কী কভু ঘুচে?
উপায় একটা হবেই; আজ কিংবা কালকের মধ্যে কড়া রোদ-ঝড়-তুফানে
নেটওয়ার্কের বাইরে, নিতু ভাবীর ফ্লাট, রিসোর্ট বা নির্জন কোন মোটেলে।
ফটো ক্রেডিট,
গুগল।
চাইলে পড়তে পারেন-
আমার সবচেয়ে পঠিত পোস্ট।
সবচেয়ে লাইকপ্রাপ্ত গল্প-ধূমকেতু
ধর্ষণ ও ধর্ষক (বাংলাদেশ/বহির্বিশ্ব)
অনুবাদ গল্প-(দি নেকলেস)
দি গিফট অফ দ্যা ম্যাজাই
গল্প লেখার সহজ পাঠ
সবচেয়ে পঠিত প্রবন্ধ।
আধুনিক কবিতার পাঠ (সমালোচনা)
আলোচিত ফিচার 'দি লাঞ্চিয়ন'।
ব্রিটেনের প্রবাস জীবন- স্মৃতিকথা।
সবচেয়ে পঠিত গল্প।
ছবি ব্লগ (লন্ডনের ডায়েরি-১)।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮