বাংলাদেশ এসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাসট্রি (BACI) এর তত্ত্বাবধানে Skills for Employment Investment Program (SEIP) এর আওতাধীন ইউসেপ বাংলাদেশ পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রসমূহে স্বল্প মেয়াদী কারিগরি প্রশিক্ষণে ভর্তি চলছে।
ভর্তির যোগ্যতাঃ বয়স- ন্যূনতম ১৮ বছর এবং কমপক্ষে ৫ম শ্রেণি পাশ হতে হবে।
প্রশিক্ষণের বৈশিষ্ট্যঃ
*উন্নত যন্ত্রপাতি, ক্লাশরুম এবং প্রশিক্ষিত প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ
* এই প্রশিক্ষণ ও কর্মসংস্থান সেবা বিনামূল্যে প্রদান করা হয়
* সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সার্টিফিকেট দেয়া হবে এবং চাকুরী প্রদানে সহায়তা করা হবে।
* প্রশিক্ষণ শেষে বৃত্তি হিসেবে ৯৪৫০/- টাকা প্রদান করা হবে।
* প্রশিক্ষণ কেন্দ্রে যাতায়তের জন্য বাস সার্ভিস
* নারী ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ অগ্রাধিকার।
বর্তমানে অক্টোবর-ডিসেম্বর-২০১৬ সেশনে তিনমাস(০৩) মেয়াদী নিম্নোক্ত কোর্সসমূহে ভর্তি চলছেঃ
১. ম্যাশনারি
২. রড বাইন্ডিং এন্ড ফেব্রিকেশন
ভর্তির সময় নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে:
** প্রশিক্ষণার্থীর তিন কপি ছবি
** প্রশিক্ষণার্থীর জন্মনিবন্ধনের অথবা ভোটার আইডির ফটোকপি
** প্রশিক্ষণার্থীর অভিভাবকের ভোটার আইডির ফটোকপি
** প্রশিক্ষণার্থীর শিক্ষাগত যোগ্যতার ফটোকপি (যদি থাকে)
** চেয়ারম্যান অথবা কমিশনার প্রদত্ত চারিত্রিক সনদের ফটোকপি
স্কুলের নামঃ ইউসেপ যাত্রাবাড়ি টেকনিক্যাল স্কুল (JTS)
যোগাযোগের ঠিকানাঃ
পোল্ডার রোড, মুক্তি সরণি, সাদ্দাম মার্কেট,মাতুয়াইল, ঢাকা-১৩৬২ ।
See Map: https://goo.gl/maps/GJXRwZuf6qD2
See Direction: https://goo.gl/maps/nVKwo26ZQnC2
ফোন :৮৮ ০২ ৭৫ ৪৩ ৬৯৬ এবং ৮৮ ০২ ৭৫ ৪৩ ৬৯৯
মোবাইল: ০১৮৪৭-১৮ ৮৯ ০২, ০১৯১২-০৬ ৮৬ ৭০, ০১৬৮০-৮৮ ৬১ ৫৩, ০১৭৪৭-৮৯ ৭২ ৫০,
ইমেইলঃ [email protected]
[প্রাপ্তি স্বীকারঃ এই পোস্টের লেখাগুলো সংবাদপত্রের বিজ্ঞাপন এবং লিফলেট হতে সংগৃহীত, এটা কোনো অফিসিয়াল বিজ্ঞাপন নয়]
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:২৫