আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ( ইংরেজি: World Environment Day, সংক্ষেপে WED ), প্রতি বছরের ন্যায় এ বছরও দিবসটি বিশ্ব ব্যাপী পালিত হচ্ছে ‘ভেবে চিন্তে খাই, অপচয় কমাই’ (Think. Eat. Save : Reduce your food-print) প্রতিপাদ্য নিয়ে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় গনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত কার্যকর বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সর্বপ্রথম বৃহৎ আকারে, সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালে জাতিসংঘের উদ্যোগে পরিবেশ সংক্রান্ত এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অক্টোবর মাসে ২৭তম জাতিসংঘ সাধারণ পরিষদ উক্ত স্টকহোম সম্মেলনের প্রস্তাব অনুযায়ী জাতিসংঘ পরিবেশ পরিকল্পনা কার্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় এবং প্রতি বছরের ৫ জুন ' বিশ্ব পরিবেশ দিবস’ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলনের শুরুর দিনটিকে স্মরণীয় করে রাখতেই জাতিসংঘ ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা করে। প্রথম ‘বিশ্ব পরিবেশ দিবস’টি পালন করা হয় ১৯৭৩ সালে। এই সম্মেলনের দু’দশক পূর্তি উপলক্ষে ১৯৯২ সালে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছে পরিবেশ ও উন্নয়ন বিষয়ে দ্বিতীয় বিশ্ব সম্মেলন, যা ধরিত্রী সম্মেলন নামে অধিক পরিচিত।
**********************************************************
“ রামপাল বিদ্যুৎ প্রকল্প চুক্তি বাতিল কর, সুন্দরবন রক্ষা কর”
বাংলাদেশকে রক্ষা কর (Save BANGLADESH )
রয়্যাল বেঙ্গল টাইগার ও সুন্দরবন
Save SUNDARBAN, Save Royal Bengal Tiger, Save BANGLADESH !
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৩ ভোর ৬:৫৫