মা কথাটি ছোট্ট অতি
কিন্তু যেন ভাই
ইহার চেয়ে নাম যে মধুর
তিন ভূবনে নাই।।।
সত্যিই মা একটি অমৃত শব্দ। আমাকে যদি বলা হয় এক কোটি শব্দের ভেতর তোমার কোন শব্দটা প্রিয়? নিঃসন্দেহে আমি বলবো-‘মা’। সাময়িক মোহ বা অন্য কিছু হয়ত এ শব্দটির চেয়েও অন্য কোনো শব্দকে খানিকটা প্রিয় করে তোলে, কিন্তু অচিরেই তা বড় ‘ভুল’ হিসেবে চিহ্নিত হয়। মা, মা, এবং মা। প্রিয় শব্দ একটিই, এবং একটিই। শুধু প্রিয় শব্দই নয়, প্রিয় বচন -মা। প্রিয় অনুভূতি -মা। প্রিয় রান্না -মা। প্রিয় আদর -মা। সব ‘প্রিয়’ গুলোই মা; মাকে কেন্দ্র করেই সব প্রিয় স্মৃতি।
পৃথিবীতে যতো ভাষা আছে তার প্রায় শতকরা ৫২ ভাগ ভাষাতেই ‘মা’ শব্দের মধ্যে ম্যা, মি, মো অথবা ন্যা, নি, নো আছে। হাওয়া বা ইভ হচ্ছেন পৃথিবীর সব জীবিতদের মা।ইংরেজি ভাষাতেও সবচেয়ে সুন্দর এবং বেশি ব্যবহৃত শব্দ হলো-Mother
মা শব্দের অর্থ:
উইকিঅভিধান থেকে
* মা শব্দের সমার্থক শব্দ জননী, গর্ভধারিণী, মাতা, ইত্যাদি।
* সম্মানীয়া।
এবার জানিয়ে দেই বিশ্বের নানা ভাষায় মা শব্দের উচ্চারণ:
বাংলা-মা,
তামিল-அம்மா (উচ্চারণ: অম্মা)
উর্দু-আম্মি
ফ্রেন্স-মেরে
জার্মান-মুন্টার
ইংরেজী-মম, মাম্মি, মাদার(mother)
ইতালিয়ান-মাদ্রে,
পর্তুগিজ-মায়ে
আলবেনিয়ান-মেমে
বেলারুশান-মাটকা
সার্বিয়ান-মাজকা
চেক-অ্যাবাটসে
ডাচ-মেয়েডেরে, মোয়ের
এন্তোনিয়ান-এমা
ক্রিশ্চিয়ান-এমো
গ্রিক-মানা
হাওয়াইয়ান-মাকুয়াহাইন
হাঙ্গেরিয়ান-আনিয়া, ফু
ইন্দোনেশিয়ান-ইন্দুক।
---------------------------------------------------------------------------
মায়েরা বুঝি এমনই হ্য় :
Click This Link
___________________________________________
ফেসবুকে "মা" নামে একটি ওপেন গ্রুপ খোলা হয়েছে। উক্ত গ্রুপে সব্বাইকে সাদর আমন্ত্রণ।
এই লিংকে ক্লিক করুন-মা أمي Mom Mère媽媽HahaMamáMutter