মোখলেস ভাই দোকানে এসে কইল কি মিয়া তুমারে যে কয়ে গেলাম একখান ব্লগে একাউন্ট খুলতে তার কি করলা? কইলাম দেখেন ভাই খুলসি, লগ ইন করে দেখালাম। কিছু সময় আমার মুখে তাকায় থেকে অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করল, আমি কই ও ভাই খুলে কন গালান ক্যান? আমি তো কিছুই করি নাই। যা সত্যি তাই লিখছি, তিন চার বা রিভাইস দিসি যাতে বানান যেন ভুল না হয়। আপনার কথা তো কিছু লিখি নাই। আর আপনারে তো কেউ চিনে না মনে হইলো, ৩/৪ মাস হলে কে কারে চিনে, কথা শুনে গালি গালাজের পরিমান আরো বেড়ে গেল। মন্টুরে কইলাম দৌড়ে কোকোকোলা আর বেনসন নিয়ে আয়, ভাইয়ের মাথা হট হইয়া গেচে গা।
কোক হাতে ধরায়ে কইলাম ভাই গো মাফ করে দেন। ভুল হইছে। বেনসনে লম্বা টান দিয়া কোকে চুমুক দিয়া কইলো গালি গালাজ তুমারে করি নাই, করছি ঐ ব্যাটা ব্লগের অফিসারদের, আমার কিনা চার মাস ধরে ঘুরালো, আমি এতো এতো লিখলাম, কেউ দেখলো না, ৭ দিন কইয়া মিয়া ১২০ পার করল, আর তুমারে মিয়া ৭ দিন তো দুরে থাক দিনের দিনই জেনারেল বানাইয়া দিল। এই ডা কেমন কথা হইল। মনে হইতেছে তুমি যখনই একাউন্ট খুলস তখনি জেনারেল। তুমার জন্মই জেনারেল হিসাবে, মনে হয় কোন ভুল হইবার পারে। তুমার নাম দেক্ষাও অফিসাররা জেনারেল করতে পারে, মন খারাপ কইরো না, গালি তো তুমারে দেই নাই।
হয় আমি জন্ম থেকে জেনারেল, হয় আমার নাম দেখাই আমারে জেনারেল করছে। আমার ৩০ টাকা পানিতে গেল (২০ টাকা কোক ৪০০ গ্রাম + বেনসন ৯ টাকা, মন্টু শয়তানে চকলেট চুষতে চুষতে আইছে ১ টাকা) আমারে গালি দাওনি আগে জানলে এক টাকাও খরচ করতাম না।
ক্যাতর আলী
ক্যাতর আলী
ক্যাতর আলী