দি বাজাউ বা Sea Gypsy। মানসিকভাবে নিজেদের রাজ্যে বসবাস করা এমন মানুষ গুলির দেখা মিলবে ফিলিপাইন, মালোয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাইয়ের সমুদ্র উপকূলীয় অঞ্চল গুলাতে। ঐতিহ্যগতভাবে জন্ম থেকেই ছোট ছোট নৌকায় স্রোতের মাঝে মাছ ধরা এবং দার বাইতেই বাইতেই জীবন কাটে এদের। আর এসব কারণেই Sea Gypsy বা “সামুদ্রিক যাযাবর” বলে ডাকা হয় এদেরকে।
মৃত দেহ দাফন, নৌকা বানানো, সমুদ্র সম্পর্কিত নলেজ নেয়া এবং প্রয়োজনীয় জিনিশপত্র কেনার জন্যই মূলত ডাঙায় আসে তারা, এবং অবস্থান করে যতক্ষণ তাদের চাহিদা অনুযায়ী মাছ বিক্রি না হয়, ততক্ষন পর্যন্ত।
রেহান নামের এক ফ্রেঞ্চ ফটোগ্রাফার কিছুদিন আগে এই সামুদ্রিক জিপসিদের সাথে থেকে এসেছিলেন কয়েকদিন, এবং ক্যামেরা বন্দি করে এনেছেন সেখানকার শিশুদের এমন কিছু মুহুর্ত। যে গুলা না দেখলে অনুধাবন করা যাবে না, সভ্য সমাজ থেকে বিচ্ছিন্ন একটা গোস্টির মানুষদের লাইফস্টাইল কতো সুন্দর অনাবিল আনন্দ আর উচ্ছ্বাসে ভরপুর থাকে।
[লিখাটি পুর্বে শুধুমাত্র ফেসবুকের পাঠশালা গ্রুপে প্রকাশিত।]
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫১